West Bengal Jobs: স্টেনোগ্রাফি জানলেই মিলবে চাকরি! আবেদন করুন এখনই
Stenographer: বর্তমান বাজারে চাকরির অভাব রয়েছে। অনেক শিক্ষিত চাকরি প্রার্থী মনে করেন তাঁরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। করোনা ভাইরাসের আগমনের পর চাকরির সংকট আরও প্রকট হয়েছে
কলকাতা: বর্তমান বাজারে চাকরির অভাব রয়েছে। অনেক শিক্ষিত চাকরি প্রার্থী মনে করেন তাঁরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। করোনা ভাইরাসের আগমনের পর চাকরির সংকট আরও প্রকট হয়েছে, কারণ অতিমারির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। বিশেষ যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুযোগ নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কনজুমার ডিসপুট রিড্রেসাল কমিশন। সংস্থার তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, স্টেনোগ্রাফার পদে ৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই পদের জন্য যাদের প্রয়োজনীয় দক্ষতা রয়েছে তাদের আবেদন করতে বলা হয়েছে। সংস্থা সূত্রে খবর, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে সঙ্গে স্টেনোগ্রাফির জ্ঞান থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কম্পিউটারের টাইপ করা কাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে।
আবেদনকারীর বয়স ও বেতনক্রম
এই পদে যাঁরা আবেদন করবেন তাদের বয়স ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
পরীক্ষার তারিখ ও স্থান
এই পদে জন্য চাকরিপ্রার্থীদের ১২ মার্চ ২০২২-তে ইন্টারভিউ হবে। পরীক্ষার স্থান- WBSCDRC-এর অফিস, ক্রেতা সুরক্ষা ভবন , ১১ এ মির্জা গালিব স্ট্রিট কলকাতা- ৭০০০৮৭। ক্রেতা সুরক্ষা ভবনের নিচ তলাই ইন্টারভিউ হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ ও যাবতীয় খুঁটিনাটি জানতে সংস্থার ওয়েবসাইট দেখুন। Official website of District Consumer Disputes Redressal Commission, Kolkata — https://wbsetcl.in
আরও পড়ুন : UP Assembly Election: ‘বিজেপির বিরুদ্ধে ৪৪০ ভোল্টের কারেন্ট’, অখিলেশের গলায় আত্মবিশ্বাসী সুর
আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ‘এক ঢিলে দুই পাখি’, সংঘাতের আবহে ইউক্রেনের বিদ্রোহীদের ইন্ধন পুতিনের