AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IGNOU- সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন হতে পারে ১ লক্ষ টাকা

NTA: দেশের অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ করবে। এবার এই সব পদে নিয়োগ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বেতন হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। আরও জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in দেখুন।

IGNOU- সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন হতে পারে ১ লক্ষ টাকা
ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 12:23 AM
Share

নয়া দিল্লি: দেশের অনেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ করবে। এবার এই সব পদে নিয়োগ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বেতন হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ২১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। প্রার্থীরা ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদনপত্রে সংশোধন করতে পারেন। আরও জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in দেখুন।

কীভাবে আবেদন করবেন?

১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in-এ যান। ২) ওয়েবসাইটের মূল পৃষ্ঠায় বর্তমান খোলার লিঙ্কে যান। ৩) এবার নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করুন। ৪) এবার নিজেক অ্যাকাউন্টে লগইন করুন এবং আবেদনপত্র পূরণ করুন। এবং আরও রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউট নিন।

আবেদন ফি

অশিক্ষক কর্মচারী পদে নিয়োগের জন্য আবেদন ফি হিসাবে ১৫০০ টাকা জমা দিতে হবে। যSC এবং ST-দের আবেদন ফি ১০০০ টাকা। দিতে হবে।

শূন্যপদের বিবরণ

সেন্ট্রাল ইউনিভার্সিটির এই শূন্যপদের মাধ্যমে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে (IGNOU) মোট ১০২টি পদে নিয়োগ করা হবে। এছাড়াও, মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিহারে মোট ৪২টি পদে নিয়োগ হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড CUJ-এ মোট ৩৩টি পদের জন্য নিয়োগ হবে। হিমাচল প্রদেশের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গ্রুপ বি এবং সি-র জন্য মোট ৩২টি পদে নিয়োগ হবে। আরও তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।