AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Job: ক্লাস ১০ পাশ করেছেন! রেলের এই পদের জন্যে আবেদন করুন ১৫ বছর বয়সেই

Job in Railway: রেলের এই শূন্যপদের জন্যে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। আর এজন্যে RRC/NR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে rrcnr.org ক্লিক করেই শিক্ষানবিশ পদের জন্যে আবেদন করা যাবে।

Railway Job: ক্লাস ১০ পাশ করেছেন! রেলের এই পদের জন্যে আবেদন করুন ১৫ বছর বয়সেই
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 11:38 PM
Share

বেকার যুবক-যুবতীদের জন্যে দারুণ খবর! ভারতীয় রেলে মোটা বেতনে চাকরির সুযোগ। RRC/NR অর্থাৎ Railway Recruitment Cell Northern Railway একাধিক পদের জন্যে নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০৯৩ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।

এক মাস ধরে করা যাবে আবেদন-

মূলত শিক্ষানবিশ পদের জন্যে ভারতীয় রেল এই নিয়োগ করবে। নর্দান রেলওয়ের বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপের জন্যে এই নিয়োগ করা হবে। শূন্যপদ তিন হাজারের বেশি। ফলে রেলের অনেক বড় এই নিয়োগ। তবে এই পদের জন্যে এখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আগামী ১১ ডিসেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১১ জানুয়ারি।

কীভাবে আবেদন

রেলের এই শূন্যপদের জন্যে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। আর এজন্যে RRC/NR-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে rrcnr.org ক্লিক করেই শিক্ষানবিশ পদের জন্যে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা

অনুমোদন রয়েছে এমন যে কোনও বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করা হলেও এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে ক্লাস ১০ পরীক্ষায় আবেদনকারীকে ৫৫ শতাংশ মার্কস পেতেই হবে। এছাড়াও আরও বিশেষ যোগ্যতার প্রয়োজন। রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্তটি পড়েই আবেদন করুন।

অন্যদিকে নর্দান রেলওয়ের এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে নুন্যতম বয়স ১৫ বছর। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যাবে আবেদন। সংরক্ষিত শ্রেণীতেও বয়সসীমা ছাড় দেওয়া হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।