IB Recruitment : ইন্টেলিজেন্স ব্যুরোতে একাধিক পদে নিয়োগ চলছে, মাসিক বেতন প্রায় ১.৫ লাখ

IB Recruitment : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বিভিন্ন একাধিক পদে নিয়োগ চলছে। মাসিক বেতন দেড় লক্ষ টাকা পর্যন্ত।

IB Recruitment : ইন্টেলিজেন্স ব্যুরোতে একাধিক পদে নিয়োগ চলছে, মাসিক বেতন প্রায় ১.৫ লাখ
গ্রাফিক্স সৌজন্য়ে : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 12:09 PM

ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস আপনার মাথায় সবসময় ঘোরে! রহস্য সমাধানে এগিয়ে আসেন যেকোনও পরিস্থিতিতে! বা রহস্যের অঙ্ক কষতে ভাল লাগে! এই সব সম্ভাবনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে দেশের গোয়েন্দা সংস্থায় রয়েছে আপনার চাকরির সুযোগ। গোয়েন্দা সংস্থায় (Intelligence Bureau) তে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ চলছে। এর মধ্যে রয়েছে সিকিউরিটি অ্য়াসিসট্যান্ট, অ্য়াসিসট্য়ান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার ও অন্য়ান্য় পদে নিয়োগ চলছে। মোট ৭৬৬ টি পদে নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

মোট শূন্যপদ :

৭৬৬ টি নিয়োগ করা হবে।

পদ ভিত্তিক শূন্যপদ :

ACIO-I/ Exe – ৭০ টি

ACIO-II/ Exe – ৩৫০ টি

JIO-I/ Exe – ৫০ টি

JIO-II/ Exe – ১০০ টি

SA/ Exe – ১০০ টি

JIO-I/MT – ২০ টি

JIO-II/MT – ৩৫ টি

SA/MT – ২০ টি

রাঁধুনে (Halwai-cum-Cook) – ৯ টি

কেয়ারটেকার (Caretaker) – ৫ টি

JIO-II/Tech – ৭ টি

বাছাই হওয়া প্রার্থীদের ৩ বা ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে উল্লেখ্য, ডেপুটেশন পিরিয়ড ৭ বছর অবধি বাড়ানো যেতে পারে।

ডেপুটেশনের / নিয়োগের জন্য যোগ্যতা :

কেন্দ্রীয় পুলিশ সংস্থা বা রাজ্য পুলিশ সংস্থা বা প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত হতে হবে। আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। নিরাপত্তা সংক্রান্ত কোনও কাজে বা ইন্টেলিজেন্সের কাজে অন্তত দু’ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন :

ACIO-I/ Exe পদের জন্য ৮ লেভেল বেতন ম্যাট্রিক্স অনুযায়ী মাসে ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত মাসে বেতন পাওয়া যাবে

ACIO-II/ Exe পদের জন্য ৭ লেভেল বেতন ম্যাট্রিক্স অনুযায়ী মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত মাসে বেতন পাওয়া যাবে

JIO-II/ Exe পদের জন্য ৪ লেভেল বেতন ম্যাট্রিক্স অনুযায়ী মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত মাসে বেতন পাওয়া যাবে

SA/ Exe পদের জন্য ৩ লেভেল বেতন ম্যাট্রিক্স অনুযায়ী মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত মাসে বেতন পাওয়া যাবে

JIO-I/MT পদের জন্য ৫ লেভেল বেতন ম্যাট্রিক্স অনুযায়ী মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত মাসে বেতন পাওয়া যাবে

আবেদনের শেষ তারিখ :

১৯ অগাস্ট পর্যন্ত করা যাবে আবেদন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন