West Bengal Job: রাজ্যের ১৯টি স্কুলে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন

West Bengal Job: করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের কর্ম সংস্থানের বাজার। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কম হওয়ায় দেশের বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি সরকারি সংস্থাগুলিতেও কর্মী নিয়োগের পদ্ধতি শুরু হয়েছে।

West Bengal Job: রাজ্যের ১৯টি স্কুলে শিক্ষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 5:57 PM

কলকাতা: সম্প্রতি রাজ্য বিভিন্ন জেলার স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দুই নিয়োগই হবে প্রাথমিক এবং উচ্চবিদ্যালয়ে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোনও জেলার যে কোনও প্রার্থীরাই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের কর্ম সংস্থানের বাজার। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কম হওয়ায় দেশের বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি সরকারি সংস্থাগুলিতেও কর্মী নিয়োগের পদ্ধতি শুরু হয়েছে। যা চাকরিপ্রার্থীদের জন্য সুখের খবর। আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগের বিস্তারিত তথ্য।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীববিদ্যা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, হিন্দি, কমার্স, অর্থনীতি, কম্পিউটার সাইন্স, সাইকোলজি, সমাজবিদ্যা, এবং শরীর শিক্ষা ও অঙ্কন বিষয়ে পিজিটি শিক্ষক নিয়োগ করা হবে। এই পিজিটি শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের বি.এডের ডিগ্রিও থাকতে হবে। এর সঙ্গে প্রার্থীদের সিবিএসই এবং আসিএসসি বোর্ডের কোনও স্কুলে পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

টিজিটি শিক্ষক পদে যে যে বিষয়ে প্রার্থী নিয়োগ হবে সেগুলি হল ইংলিশ, বিজ্ঞান, অঙ্ক, সমাজ বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত, বাংলা, কম্পিউটার সাইন্স, সঙ্গীত, নৃত্য, অঙ্কন এবং শরীর শিক্ষা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও সরকারি মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ। এর পাশাপাশিদের প্রার্থীদের বি.এড ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে প্রার্থীদের সিবিএসই এবং আসিএসসি বোর্ডের কোনও স্কুলে পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

পিআরটি (প্রাইমারি শিক্ষক) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদেন সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ করতে হবে। পাশাপাশি প্রার্থীদের বি.এডের ডিগ্রিও থাকতে হবে। এছাড়াও সিটেট পাশ করতে হবে আবেদনকারীদের। এর সঙ্গে প্রার্থীদের সিবিএসই এবং আসিএসসি বোর্ডের কোনও স্কুলে পড়ানোর অভিজ্ঞতাও থাকতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

অশিক্ষক কর্মীর মধ্যে এলডিসি, ইউডিসি, সহকারী, ফ্রন্ট অফিস সহকারী, নেটওয়ার্ক অ্যাসিস্টেন্ট, নার্স, ল্যাব অ্যাসিস্টেন্ট (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং কম্পিউটার সাইন্স) সহকারী গ্রন্থাগারিক, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগ হবে।

এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের আলাদা আলাদা যোগ্যতা অনুযায়ী প্রার্থী নিয়োগ করা হবে স্কুলগুলিতে।

বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, নিয়োগের স্থান

উপরোক্ত সমস্ত পদেই আবেদন করার জন্য ৩১.১২.২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। সমস্ত পদগুলির জন্যই প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। এর জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। এর সঙ্গে প্রার্থীদের প্রতিটি পদে আবেদন করার জন্য ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার সময়সীমা ৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২২। এই পদগুলিতে সরাসরি নিয়োগ করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নিম্নলিখিত দুটি ঠিকানায় –

১. DAV Public School, Haldia, Po: Haldia Township, Dist: Purba Medinipur (WB), Pin – 721607, Phone: 03224-266117

2. DAV Model School J.M. Sengupta Road, Durgapur (WB), Pin: 713205, Phone: 0243-2563500

নিয়োগের স্থান- মোট ১৯টি ডিএভি পাব্লিক স্কুলে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের। সেই স্কুলগুলি হল যথাক্রমে – ডিএভি পাব্লিক/মডেল স্কুল: মধুকুন্ডা, পুরুলিয়া, এসটিপিএস সাঁওতালডি, বাঁকুড়া, এমটিপিএস মেজিয়া, দুর্গাপুর, এইচসিএল রূপনারায়ণপুর, ইসিএল- পাণ্ডবেশ্বর, ইসিএল- নিমচা, ইসিএল- ঝাঁজরা, রায়গঞ্জ, কন্যাপুর- আসানসোল, কেএসটিপি-আসানসোল, আইআইটি খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া, দুবরাজপুর, বালুরঘাট এবং ব্যারাকপুর।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা