CMOH Recruitment: রাজ্যে মেডিক্যাল অফিসার নিয়োগ, ১৪ মে অবধি চলবে আবেদন প্রক্রিয়া
CMOH West Bardhaman Recruitment: পশ্চিম বর্ধমানের সিএমওএইচ-র তরফে মেডিক্যাল অফিসার ও টেকি

মেডিক্যাল অফিসার ও ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এই মর্মে পশ্চিম বর্ধমানের চিফ মেডিক্য়াল অফিসার অব হেলথের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৪ মে-র মধ্যে আবেদন করতে পারেন।
নিয়োগকারী সংস্থা:
চিফ মেডিক্য়াল অফিসার অব হেলথ পশ্চিম বর্ধমান ( Chief Medical Officer of Health Paschim Bardhaman)
পদের নাম:
মেডিক্যাল অফিসার ( Medical Officer) ও ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
শূন্যপদের সংখ্যা:
৭ টি
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান
শিক্ষাগত যোগ্যতা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, M.Sc, PGDMLT পাশ করতে হবে। মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য MBBS ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
মেডিক্যাল অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
আর ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজর ব্লাড সেফটি পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন:
মেডিক্যাল অফিসার পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা
আর ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজর ব্লাড সেফটি পদে মাসিক বেতন ২২ হাজার টাকা
আবেদন মূল্য:
অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। আর SC/ ST/ OBC প্রার্থীদের দিতে হবে ৫০ টাকা করে।
নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
১৪ মে অবধি করা যাবে আবেদন
