AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saha Institute Recruitment 2023: মাধ্যমিক ও স্নাতক পাশেই সাহা ইনস্টিটিউটে চাকরির বড় সুযোগ, এখনই আবেদন করুন

Saha Institute of Nuclear Physics: বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান-বি ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সাহা ইনস্টিটিউটের কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

Saha Institute Recruitment 2023: মাধ্যমিক ও স্নাতক পাশেই সাহা ইনস্টিটিউটে চাকরির বড় সুযোগ, এখনই আবেদন করুন
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা।
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 12:26 AM
Share

কলকাতা: মাধ্যমিক ও স্নাতক পাশেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের (Saha Institute of Nuclear Physics) কলকাতা (Kolkata) শাখায় চাকরির বিশেষ সুযোগ মিলছে। বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান-বি ও লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে সংস্থার তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সাহা ইনস্টিটিউটের কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইন আবেদনের শেষ তারিখ ২৫ অগস্ট, ২০২৩। প্রার্থীরা অফলাইনেও আবেদন করতে পারেন। অফলাইনে আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০২৩।

কী কী পদে নিয়োগ হবে?

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কলকাতা শাখায় মোট ১৭টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার পদে ২টি, টেকনিশিয়ান পদে ১০টি এবং এলডিসি পদে ৫টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের B.Tech পাশ হতে হবে। টেকনিশিয়ান পদের জন্য ৬০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ ও ITI ডিগ্রি থাকতে হবে। ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। আর এলডিসি পদের জন্য স্নাতক পাশ হতে হবে।

বয়সসীমা

ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং টেকনিশিয়ান পদের জন্য সর্বোচ্চ বয়স ২৫ বছর ধার্য করা হয়েছে।

আবেদন ফি

ইঞ্জিনিয়ার সি পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। বাকি পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। মহিলা প্রার্থী, এসসি, এসটি, পিডব্লুডি প্রার্থীদের কোনও ফি লাগবে না।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীরা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.saha.ac.in/web -এ যোগাযোগ করুন।