AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRPF Recruitment 2023: সিআরপিএফে লক্ষাধিক শূন্য়পদে চলছে কর্মী নিয়োগ, প্রাক্তন অগ্নিবীররাও করতে পারবেন আবেদন

CRPF Recruitment 2023: সিআরপিএফে গ্রুপ সি বিভাগে কন্সটেবল পদে মোট ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৪৬৬৭ টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

CRPF Recruitment 2023: সিআরপিএফে লক্ষাধিক শূন্য়পদে চলছে কর্মী নিয়োগ, প্রাক্তন অগ্নিবীররাও করতে পারবেন আবেদন
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 8:21 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) বা সিআরপিএফে শুরু হচ্ছে কর্মী নিয়োগ। প্রায় ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদের মধ্যে ১০ শতাংশ আসন অগ্নিবীর(Agniveer)-দের জন্য সংরক্ষিত থাকবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ-

সিআরপিএফে গ্রুপ সি বিভাগে কন্সটেবল পদে মোট ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৪৬৬৭ টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

বয়সসীমা-

কেন্দ্রের নিয়ম অনুযায়ীই আবেদনকারীদের বয়সসীমা স্থির করা হয়েছে। তবে প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচের ক্ষেত্রে ৫ বছর অবধি বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। অন্য়ান্য প্রাক্তন অগ্নিবীরদের ক্ষেত্রে সর্বাধিক তিন বছর অবধি বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আসন সংরক্ষণ-

কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, মোট শূন্যপদের মধ্যে ১০ শতাংশ আসন প্রাক্তন অগ্নিবীরদের জন্য আসন সংরক্ষণ কর রাখা হবে। প্রাক্তন অগ্নিবীরদের ফিজিক্য়াল এফিসিয়েন্সি পরীক্ষাও দিতে হবে না।