AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPSC Recruitment 2023: আইবি অফিসার-সহ একাধিক পদে নিয়োগ করবে ইউপিএসসি

UPSC: অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, আইবি অফিসার-সহ বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউপিএসসি। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৩ এবং আবেদনপত্র প্রিন্ট করানোর শেষ তারিখ ১ ডিসেম্বর, ২০২৩। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটেরর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

UPSC Recruitment 2023: আইবি অফিসার-সহ একাধিক পদে নিয়োগ করবে ইউপিএসসি
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 12:31 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মী ও অধিকর্তা নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এবার অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, আইবি অফিসার-সহ বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UPSC। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৩ এবং আবেদনপত্র প্রিন্ট করানোর শেষ তারিখ ১ ডিসেম্বর, ২০২৩। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, ডেপুটি জেনারেল ইন্টেলিজেন্স অফিসার এবং অ্যাসিসট্যান্ট হাইড্রোজিওলজিস্ট পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য একটি শূন্যপদ। অর্থাৎ মোট ৩টি পদে নিয়োগ হবে।

আবেদন ফি

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি নেই। এছাড়া বাকি প্রার্থীদের আবেদন ফি মাত্র ২৫ টাকা। স্টেট ব্যাঙ্কে অফ ইন্ডিয়ার যে কোনও ব্রাঞ্চে এই ফি জমা দেওয়া যাবে। নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড ছাড়াও নগদে আবেদন ফি জমা দেওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন?

১) প্রার্থীদের প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in -এ তে যেতে হবে। ২) হোমপেজে ‘ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS’ অপশনে ক্লিক করতে হবে। ৩) এবার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখান থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। ৪) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি ডাউনলোড করে অনলাইনে জমা দিতে হবে। ৫) এবার অনলাইনে আবেদন ফি দিতে হবে। ৬) এবার আবেদনপত্রটি জমা দিন। ৭) জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বের করে নিতে পারেন।

আরও বিস্তারিত তথ্যের জন্য ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in -এ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।