West Bengal Government Jobs : পুলিশের চাকরি করতে চান? মাধ্যমিক পাশেই রাজ্য সরকারের হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ

Government Jobs : পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হাজারেরও বেশি শূন্যপদে চলছে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ।

West Bengal Government Jobs : পুলিশের চাকরি করতে চান? মাধ্যমিক পাশেই রাজ্য সরকারের হাজারেরও বেশি পদে চলছে নিয়োগ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2022 | 6:51 PM

কলকাতা : অনেকদিন ধরেই পুলিশে চাকরি করার স্বপ্ন দেখছেন? রাজ্য সরকার আপনার জন্যই নিয়ে এসেছে বড় সুযোগ। হাজারেরও বেশি শূন্যপদে শুরু হচ্ছে নিয়োগ।

পদের নাম :

কনস্টেবল পদে রয়েছে ১৪১০ টি শূন্য পদ। মহিলা কনস্টেবলের জন্য রয়েছে ২৫৬ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা :

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।

শারীরিক যোগ্য়তা :

কনস্টেবল- গোর্খা, রাজবংশী, গারওয়ালি ও তফশিলি উপজাতিদের উচ্চতা ১৬০ সেমি হতে হবে। ছাতি হবে ৭৬ সেমি যার ন্যূনতম প্রসারণ ৫ সেমি হবে। ওজন হতে হবে ৫৩ কেজি। অন্যান্য সমস্ত বিভাগের প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৭ সেমি। ছাতি ৭৮ সেমি। যার ন্যূনতম প্রসারণ হতে হবে ৫ সেমি। ওজন ৫৭ কেজি।

মহিলা কনস্টেবল – গোর্খা, রাজবংশী, গারওয়ালি এবং তফশিলি উপজাতিদের জন্য উচ্চতা হতে হবে ১৫২ সেমি। ওজন ৪৫ কেজি। অন্যান্য সমস্ত বিভাগের প্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি ও ওজন ৪৯ কেজি হতে হবে।

শারীরিক দক্ষতা :

পুরুষ কনস্টেবলদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে।

মহিল কনস্টেবলদের ৪ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে।

বয়সসীমা :

চাকরিপ্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য :

Gen/OBC দের জন্য ১৭০ টাকা।

SC/ST দের দিতে হবে ২০ টাকা।

নির্বাচনের পদ্ধতি :

প্রাথমিক লিখিত পরীক্ষা

শারীরিক যোগ্যতা পরীক্ষা

শারীরিক ক্ষমতা পরীক্ষা

চূড়ান্ত লিখিত পরীক্ষা

ব্যক্তিত্ব পরীক্ষা

বেতন :

২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা

আবেদনের শেষ তারিখ :

২৯ মে থেকে আবেদন করতে পারবেন। শেষ তারিখ ২৭ জুন।

বিস্তারিত জানতে ক্লিক করুন