West Bengal Job: ব্যাঙ্কে ক্লার্কের শূন্যপদে ৭ হাজার, দ্রুতই হবে নিয়োগ

West Bengal Job: আইবিপিএস এই কর্মী নিয়োগ করবে প্রিলিমিনারি এবং প্রধান এই দুটি পরীক্ষার মাধ্যমে। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অনুমান করা হচ্ছে এই প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগামী ২০২২ সালের জানুয়ারী মাস নাগাদ।

West Bengal Job: ব্যাঙ্কে ক্লার্কের শূন্যপদে ৭ হাজার, দ্রুতই হবে নিয়োগ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 5:32 PM

কলকাতা: এ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (Institute of Banking Personal Selection) বা আইবিপিএস মোট ৭৮৫৫টি ব্যাঙ্ক ক্লার্ক পদে কর্মী নিয়োগ করতে চলেছে। সারা দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয় নাগরিকই এই পদে আবেদন করতে পারবেন।

কোন কোন ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ

ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে সেগুলি হল ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

পদের নাম, শূন্যপদ, বয়সসীমা, ন্যাশনালিটি

আইবিপিএসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ব্যাঙ্কগুলিতে ক্লার্ক পদে মোট ৭৮৫৫টি শূন্য পদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এই বয়সের হিসেব করা হবে ২০২১ এর ১ জুলাই পর্যন্ত। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। আবেদনকারী প্রার্থীকে অতি অবশ্যই ভারতীয় হতে হবে। তবে নেপাল এবং ভূটানের বাসিন্দারাও শর্ত সাপেক্ষে এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনকারী প্রার্থীকে যে কোনও বিষয়ে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে।

নিয়োগ পদ্ধতি, প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

আইবিপিএস এই কর্মী নিয়োগ করবে প্রিলিমিনারি এবং প্রধান এই দুটি পরীক্ষার মাধ্যমে। ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অনুমান করা হচ্ছে এই প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল ঘোষিত হবে আগামী ২০২২ সালের জানুয়ারী মাস নাগাদ। এছাড়া প্রধান পরীক্ষাটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনলাইনে অনুষ্ঠিত হবে।

যে সব বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে সেগুলির সিলেবাস নিম্নরূপ- ইংরেজি- ৩০ নম্বর, গণিত- ৩৫ নম্বর, রিজনিং- ৩৫ নম্বর, মোট ১০০ নম্বরের পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্র, আবেদন পদ্ধতি, আবেদন ফি

এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য এ রাজ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেগুলি হল- আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। এছাড়া মেইন বা প্রধান পরীক্ষা কেন্দ্রগুলি হল – আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। এই পদগুলিতে প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে। আবেদনকারী বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী ২৭ অক্টোবর ২০২১।

এসসি, এসটি, পিডব্লিউডি এবং ইএক্সএসএম (SC/ST/PWD/EXSM) প্রার্থীদের অনলাইনে আবেদন করার সময় ১৭৫ টাকা এবং ইউআর ও ওবিসি (UR, OCB) এবং বাকি প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। প্রার্থীরা অনলাইনে এই ফি জমা দিতে পারবেন।

আরও পড়ুন: West Bengal job: ক্লার্ক পদে চাকরির সুযোগ এশিয়াটিক সোসাইটিতে, জানুন কীভাবে করবেন আবেদন