AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biotechnology: হুড়হুড় করে বাড়ছে বায়োটেকনলজির শিক্ষার্থীদের চাহিদা, আকর্ষণীয় কেরিয়ারের হাতছানি! জানুন কীভাবে

Biotechnology: বায়োটেকনলজি হল জীববিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়ে সমস্যার সমাধান খোঁজার এক আধুনিক প্রক্রিয়া। চিকিৎসা, কৃষি, পরিবেশ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং–সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতি সাধন করতে অত্যন্ত প্রয়োজনীয় এই বায়োটেকনলজি।

Biotechnology: হুড়হুড় করে বাড়ছে বায়োটেকনলজির শিক্ষার্থীদের চাহিদা, আকর্ষণীয় কেরিয়ারের হাতছানি! জানুন কীভাবে
| Updated on: May 18, 2025 | 3:45 PM
Share

বায়োটেকনলজি (Biotechnology) হল জীববিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়ে সমস্যার সমাধান খোঁজার এক আধুনিক প্রক্রিয়া। চিকিৎসা, কৃষি, পরিবেশ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং–সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতি সাধন করতে অত্যন্ত প্রয়োজনীয় এই বায়োটেকনলজি।

এই বিষয় নিয়ে পড়ে কী কী কেরিয়ারের সুযোগ রয়েছে?

Biotechnology পড়াশোনা শেষ করার পর আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারেন। যেমন –

১। বায়োমেডিক্যাল রিসার্চার (Biomedical Researcher): ওষুধ উদ্ভাবন এবং রোগ নিরাময়ের প্রযুক্তি উন্নয়নে কাজ করতে পারেন।

২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineer): ডিএনএ মডিফিকেশন ও জেনোম এডিটিং সংক্রান্ত কাজ।

৩। ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট (Clinical Research Associate): ক্লিনিক্যাল ট্রায়াল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গবেষণা ও উন্নয়ন।

৪। বায়োটেক প্রোডাক্ট ম্যানেজার (Biotech Product Manager): নতুন বায়োটেক পণ্যের বাজারজাতকরণ ও উন্নয়ন।

৫। অ্যাগ্রিকালচার বায়োটেকনলজিস্ট (Agricultural Biotechnologist): উন্নত ফসল উৎপাদন, জিএম (Genetically Modified) ফসল নিয়ে কাজ করতে পারেন।

৬। এনভারমেন্টাল বায়োটেকনলজিস্ট (Environmental Biotechnologist): দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় প্রযুক্তির ব্যবহার।

৭। শিক্ষা এবং গবেষণার কাজ (Academia & Research): উচ্চশিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানগুলিতে অধ্যাপনা ও গবেষণা।

বায়োটেকনলজি নেওয়া পড়াশোনার করার জন্য ভারতের সেরা প্রতিষ্ঠান কোনগুলি?

এই তালিকায় নাম রয়েছে আইআইটি দিল্লি। এঁদের গবেষণা সংক্রান্ত কাজ ছড়িয়ে গোটা বিশ্বে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর। এই প্রতিষ্ঠানের Biological Sciences বিভাগে অত্যন্ত উচ্চমানের গবেষণা ও শিক্ষা প্রদান করে।

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি। School of Biotechnology গবেষণায় জোর এবং নানান স্কলারশিপের সুযোগ রয়েছে।

আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই। Centre for Biotechnology – দক্ষ শিক্ষক ও প্র্যাকটিক্যাল নির্ভর কোর্সের ভারতে বিশেষ ভাবে পরিচিত।

বায়োটেকনলজি (Biotechnology) একটি ভবিষ্যতমুখী এবং দ্রুত বিকাশমান ক্ষেত্র। যারা বিজ্ঞানে আগ্রহী, বিশেষ করে জীববিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে কিছু নতুন করতে চান, তাদের জন্য এটি আদর্শ বিষয়। সঠিক প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও কেরিয়ার গড়া সম্ভব।