গুয়াহাটি: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি (BJP) সরকার। এবার প্রথম দফার নির্বাচনী প্রচারপর্বে কারা থাকবেন, সেই তালিকাও প্রকাশ করা হল অসমের শাসকদলের তরফে। অহমিয়াদের মন জয় করতে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)-ই নন, উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার(Narendra Singh Tomar), উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) ও কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি(Smriti Irani)-ও।
আগামী ২৭ মার্চ অসমে প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। ৪৭টি আসনে ইতিমধ্যেই ১৭৩ জনেরও বেশি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মঙ্গলবার এমনটাই জানান মুখ্য নির্বাচনী আধিকারিক(Chief Electoral Officer)। এরপরই আজ সকালে বিজেপির তরফে নির্বাচনী প্রচারে অংশ নেবেন, এমন ৪০ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় দেখা যায়, প্রথম দফায় অসমে নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari) উপস্থিত থাকবেন। স্থানীয় নেতৃত্বের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল(Sarbananda Sonowal), হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sharma), রমেন দেকা, কৃপানাথ মাল্লাহ, পল্লবলোচন দাস, বিশ্বজিৎ দৌমারি, অপরাজিতা ভূইয়াও প্রচার চালাবেন।
PM Narendra Modi, BJP chief JP Nadda, Home Minister Amit Shah, Union Ministers Nitin Gadkari, NS Tomar & Smriti Irani, UP CM Yogi Adityanath, Madhya Pradesh CM Shivraj Singh Chouhan, & Manipur CM N Biren Singh are among BJP’s star campaigners for Assam Assembly polls pic.twitter.com/fltTfdqBB3
— ANI (@ANI) March 10, 2021
আরও পড়ুন:জল্পনার অবসান! বৈঠকের পর প্রকাশ্যে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম
বিধানসভা নির্বাচনে পালে হাওয়া টানতে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রচারে আসবেন বলে জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে প্রচারে আসবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath), মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chouhan)। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারি, শাহনাওয়াজ হোসেন, মুকতার আব্বাস নকভি প্রমুখ বিজেপি নেতারাও।
অসম বিধানসভা(Assam assembly Election 2021)-র ১২৬টি আসনে ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল-মোট তিন দফায় নির্বাচন হতে চলেছে। ফলঘোষণা হবে আগামী ২ মে।
আরও পড়ুন: কৃষক আন্দোলনের চাপে গদি ‘সংকটে’ বিজেপি সরকার, আস্থাভোট হতে পারে আজ