AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘ক্ষমা চান অথবা তালিকা প্রকাশ করুন’, বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে কমিশনের কাছে বড় দাবি অভিষেকের

Abhishek Banerjee On SIR: ১ কোটি ৩৬ লক্ষ কেস। ওর আলাদা ৫-৬টা ক্যাটাগরি রয়েছে। কোনও কেসে বাবার সঙ্গে ছেলের ১৫ বছরের বয়সের পার্থক্য রয়েছে। কোথাও নামে ভুল, পদবিতে ভুল, কিংবা ঠিকানায় ভুল। কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি। AEROদের লগিংয়ে কিছু কেস আপলোড করা হয়েছে।

Abhishek Banerjee:  'ক্ষমা চান অথবা তালিকা প্রকাশ করুন', বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে কমিশনের কাছে বড় দাবি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2025 | 3:36 PM
Share

নয়া দিল্লি: আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ১০ জন সাংসদ, রাজ্য সরকারের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়। তিন ঘণ্টা ধরে বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক যে ফলপ্রসূ হয়নি, তাঁরা যে একাধিক প্রশ্নের সঠিক কোনও উত্তর পান নি, তা বলেন। সাংবাদিক বৈঠকে অভিষেক কী কী বললেন… Key Highlights

  1. কোনও ক্ল্যারিফিকেশন নেই: আগের বার ২৮ নভেম্বর, আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একটাও জবাবের উত্তর সঠিকভাবে দেওয়া হয়নি।  এবারও আমরা ১০-১১ টা পয়েন্ট নিয়ে এসেছিলাম জানতে। কিন্তু ২টো ৩টে প্রশ্নের উত্তর বাদ দিয়ে কোনও বিষয়েই উত্তরে কোনও স্বচ্ছতা ছিল না। আমি ওদের এসআইআর-এর বিষয়ে জিজ্ঞাসা করি তো, ওরা উত্তর দেয় নাগরিকত্ব নিয়ে।
  2. অ্যাপে সমস্যা: ১ কোটি ৩৬ লক্ষ কেস। ওর আলাদা ৫-৬টা ক্যাটাগরি রয়েছে। কোনও কেসে বাবার সঙ্গে ছেলের ১৫ বছরের বয়সের পার্থক্য রয়েছে। কোথাও নামে ভুল, পদবিতে ভুল, কিংবা ঠিকানায় ভুল। কিন্তু সেই তালিকা প্রকাশ করা হয়নি। AEROদের লগিংয়ে কিছু কেস আপলোড করা হয়েছে। যে অ্যাপ দিয়ে আপলোড করা হচ্ছে, সেটাতেও বেশ কিছু সমস্যা রয়েছে। এটা আজকে বলেছি।
  3. অটোমেটিক ইস্যু হচ্ছে হিয়ারিং সার্টিফিকেট: যখনই logical discrepancies ক্যাটাগরিতে যাওয়া হচ্ছে, চারটে ভাগ আসছে।  সেখানে সব Ok থাকলেও, অকোমেটিক শুনানির নোটিস ইস্যু হচ্ছে।
  4. শুনানিতে বয়স্ক-বিশেষভাবে সক্ষমদের ডাকা: যাঁরা বয়স্ক, যাঁদের সিঁড়িতে উঠতে অসুবিধা হয়। তাঁরাও আড়াই তিন ঘণ্টা শুনানির জন্য দাঁড়িয়ে রয়েছে। আমাদের টিম এটাই প্রশ্ন করে, যদি বয়স্কদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা যায়, তাহলে কেন হিয়ারিংয়ের ব্যবস্থা করা যাবে না। একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, ৮৫-র উর্ধ্বের বয়স্কদের শুনানিতে ডাকা হবে না। আমরা অনুরোধ করেছি, যাঁদের শারীরিক সমস্যা রয়েছে, যাঁদের ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক, বিশেষভাবে সক্ষমদের ডেকে শুনানিতে ডেকে হেনস্থা যাতে না করা হয়। ওঁরা আমাদের বলেছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
  5. রোহিঙ্গা-বাংলাদেশিদের তালিকা প্রকাশের দাবি: রোহিঙ্গা ইস্যুতে বাংলাকে টার্গেট করে যে বদনাম করা হচ্ছে, বিজেপির লোক বলছে, বাংলায ১ কোটি রোহিঙ্গা রয়েছে। আমি আজ এটাই কমিশনকে বলেছি, এই যে ৫৮ লক্ষ লোক, খসড়া তালিকায় যাঁদের নাম বেরোয়নি, তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি ও কতজন রোহিঙ্গা? এর তালিকা প্রকাশ করুন। এরও কোনও উত্তর দিতে পারেননি।
  6.  কেন বাংলাতেই কেবল মাইক্রো অবজারভার নিয়োগ?  এতগুলো রাজ্যে এসআইআর-এর কাজ চলছে। এখানে সবথেকে বেশি রিভিশনের পার্সেন্টেজ এসেছে। ৫.৭৯ শতাংশ। সব থেকে কম নাম বাদ গিয়েছে। তাও  সিলেক্টভলি মাইক্রো অবজারভার, জেলা পর্যবেক্ষক কেবল বাংলায় কেন নিয়োগ করছেন? ওরা বলেছেন, তাঁদের কাছে অফিসার নেই। আমরা বললাম, AERO অনেকেই বসে রয়েছে। সবাইকে কাজে লাগানো হচ্ছে না।
  7. ERO দের জিজ্ঞাসা না করেই নাম ডিলিট করা হচ্ছে। এটা নিয়েও প্রশ্ন করি। কোনও সফটওয়্যার ব্যবহার করে, ফর্ম ৭ পূরণ না করিয়েই,  কীভাবে ব্যাক এন্ডস নাম ডিলিট করাতে পারেন?