Sukanta Majumdar: শাহর নাম শুনলে মমতা ও তৃণমূল থরথর করে কাঁপে: সুকান্ত
BJP Leader Sukanta Majumdar: সুকান্ত মজুমদার বলেন, "২০২৬ সালের নির্বাচন তৃণমূল বিসর্জন বলে জানিয়েছেন আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে।"

কলকাতা: বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মণ্ডল সভাপতি থেকে রাজ্যস্তরের নেতাদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর শাহর আগে বক্তব্য রাখতে গিয়ে ছাব্বিশের নির্বাচনকে ‘কুরুক্ষেত্র’ বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “২০২৬ সালের নির্বাচন তৃণমূল বিসর্জন বলে জানিয়েছেন আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। পদ্মফুলকে জেতাতে হবে। অন্য কিছু দেখলে হবে না।”
এরপরই মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা মহাভারতে গল্প শুনেছি, অর্জুন-সহ সবাইকে দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, কী দেখতে পাচ্ছ। কেউ বলেছিল, আমি গাছে পাতা দেখতে পাচ্ছি। কেউ বলেছিল, পাখির ঠোঁট দেখতে পাচ্ছি। অর্জুন একমাত্র বলেছিল, আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কী দেখতে পাচ্ছেন, সেটা আমি বলতে পারব না। কিন্তু, প্রায় ৪ বছর ধরে রাজ্য সভাপতির কাজ করার পর আমি দেখতে পাচ্ছি, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে। আপনাদের দিকে তাকিয়ে তা দেখতে পাচ্ছি। কলকাতার চারটি জেলার (বিজেপির ৪ সাংগঠনিক জেলা) শক্তিকেন্দ্র ও মণ্ডলে লোককে ডাকা হয়েছে। তার বিশ্বরূপ যদি এটা হতে পারে, তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্রে জয় আমাদের অর্থাৎ পাণ্ডবদের জয় হবে।”
তিনি আরও বলেন, “বিজেপি আদর্শভিত্তিক দল। আমাদের কার্যকর্তা ও কর্মীরাই মূলধন। একুশের নির্বাচনের পর বিজেপি যখন কিছু ছন্নছাড়া হয়ে যায়, তখন কার্যকর্তারা পিঠে কুলো বেঁধে পার্টির কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত বলেন, “অমিত শাহর নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুরো পার্টি থরথর করে কাঁপে।“
