Khaleda Zia: জিয়াউরের পাশেই সমাধিস্থ খালেদা জিয়া, শেষ দেখা দেখতে রাস্তায় জনতার ঢল
Former Prime Minister of Bangladesh Khaleda Zia: সাম্প্রতিক অতীতের দিকে নজর দিলেও দেখা যাবে সাম্প্রতিক অতীতে পড়শি দেশের যাবতীয় কল্যাণে, যাবতীয় সমস্যার সমাধানে ভারত বারবার এগিয়ে এসেছে। উল্টে হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে বারেবারেই তীব্র হয়েছে ভারত বিরোধিতা।

কলকাতা: এদিনই স্বামী জিয়াউরের পাশেই সমাধিস্থ করা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে খালেদার শেষকৃত্য। শেষকৃত্যের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি বিএনপি-র। খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো মারফত পাওয়া খবরে জানা যাচ্ছে বাংলাদেশের সময় দুপুর ৩টে বেজে ৫ মিনিটে খালেদার জানাজা সম্পন্ন হয়। রাস্তায় ঢল নামে মানুষ। বিএনপি নেতাদের সঙ্গেই ভিড়ে দেখা যায় বাংলাদেশের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বকে।
ভারতের প্রতিনিধি হিসাবে শেষকৃত্যে আছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই ঢাকায় খালেদা পুত্রের সঙ্গে দেখাও হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর। কথাও হয়েছে। খালেদার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সাম্প্রতিক অতীতের দিকে নজর দিলেও দেখা যাবে সাম্প্রতিক অতীতে পড়শি দেশের যাবতীয় কল্যাণে, যাবতীয় সমস্যার সমাধানে ভারত বারবার এগিয়ে এসেছে। উল্টে হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে বারেবারেই তীব্র হয়েছে ভারত বিরোধিতা। যদিও হাজারও উস্কানির মধ্যেও বারবার ভারত পাশে থাকার বার্তাই দিচ্ছে। এমতাবস্থায় খালেদার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রীর উপস্থিতি কূটনৈতিকভাবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের বড় অংশের।
এদিকে আগামী ফেব্রুয়ারিতেই ভোট রয়েছে বাংলাদেশে। কূটনৈতিক মহলের মতে, বিএনপি যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতে আগামীর ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মসনদে তারেক রহমানের বসার সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে। তার আগে খালেদার মৃত্যুতে ভারতের বিদেশমন্ত্রীর সে দেশে ছুটে যাওয়া, পরিবারের সঙ্গে সমবেদনা জানানো, পাশে থাকার বার্তা দেওয়া ভারতকে আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে কূটনৈতিকভাবে ভাকতে অনেকটাই এগিয়ে রাখবে বলে মত ওয়াকিবহাল মহলের।
