
কলকাতা: ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা বাড়ছে। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডাকল জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামিকাল (সোমবার) বৈঠকে বসছে কমিশন। আর সেই বৈঠকে অংশ নেবেন বাংলার সিইও।
আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর সেই নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন থেকেই তৎপর কমিশন। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে রাজ্যে। এবারও স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই সোমবার দিল্লিতে বৈঠকে বসছে কমিশন। বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন বৈঠকের রিপোর্ট নিয়েছে সিইও দফতর। আগামিকাল সেই রিপোর্ট নিয়ে আলোচনার কথা রয়েছে।
বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গতকাল মুখ খুলেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, “আমরা বারবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে থেকে দর্শকের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনীকে রাখলে হবে না। লুঠ ভিতরে হয়। মারধর করে এজেন্টদের বের করে দেওয়া হয়। ভিতরে বাহিনী রাখলে তবেই যারা ভয়ে ভোট দিতে যায় না, তারা যাবে।” দিলীপ আরও বলেছিলেন, “পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা বাসে চেপে ঘুরে বেড়ায়, হাজারদুয়ারি দেখতে যায়।” দিলীপের দাবি, বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকবে আই কার্ড চেক করার জন্য, তেমনই ভিতরেও নজরদারি চালাতে হবে।
দিলীপ দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনীকে বুথের ভিতরে রাখতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।