Amit Shah: বাংলায় ৩ দিনের সফরে কখন কী কর্মসূচি শাহর? শমীক-শুভেন্দুদের কোন টোটকা দেবেন?

Amit Shah in West Bengal: চলতি বছরের শেষ দিনেও বাংলায় কয়েক ঘণ্টা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন হোটেল থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ইসকন কলকাতায় পৌঁছবেন। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Amit Shah: বাংলায় ৩ দিনের সফরে কখন কী কর্মসূচি শাহর? শমীক-শুভেন্দুদের কোন টোটকা দেবেন?
অমিত শাহImage Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 27, 2025 | 7:58 PM

কলকাতা: কয়েকদিন আগেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসছেন মোদীর ডেপুটি অমিত শাহ। তিন দিনের সফরে কলকাতা আসছেন। এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে শাহর। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। এই আবহে শাহ বঙ্গ বিজেপির নেতাদের কী বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।

কী কী কর্মসূচি রয়েছে অমিত শাহর?

এখনও পর্যন্ত শাহর যে সব কর্মসূচি জানা গিয়েছে, তাতে ২৯ ডিসেম্বর সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন শাহ। বিমানবন্দর থেকেই সল্টলেকে বিজেপি দফতরে পৌঁছে যাবেন তিনি। সেখানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রথমে কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এরপর বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করবেন। দুটি বৈঠক শেষে হোটেলে যাবেন।

৩০ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি রয়েছে শাহর। দুপুরে সাংবাদিক বৈঠক করবেন তিনি। মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন। এরপর মানিকতলায় কেশব ভবনে যাবেন। সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে সমন্বয় বৈঠক রয়েছে তাঁর। ওই বৈঠকের পর ওইদিন আর কোনও কর্মসূচি নেই শাহর।

চলতি বছরের শেষ দিনেও বাংলায় কয়েক ঘণ্টা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন হোটেল থেকে সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ইসকন কলকাতায় পৌঁছবেন। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করবেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, ওই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠকের পর মধ্যাহ্নভোজন করবেন শাহ। তারপর ২টা ১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছবেন। বিজেপির মণ্ডল, জোন, জেলা, রাজ্যস্তরের নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন। ঘণ্টাখানেক সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সম্মেলনে থাকবেন শাহ। দলের নেতাদের বার্তা দেবেন। ওখান থেকেই বিমানবন্দরে পৌঁছবেন। তিনদিনের এই সফরে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কোন টোটকা শাহ দিয়ে যান, তা নিয়ে জল্পনা বাড়ছে।