Suvendu Adhikari: ‘ভিত্তিহীন অভিযোগ’, মমতা চিঠি দিতেই ফের জ্ঞানেশকে লিখলেন শুভেন্দু
Suvendu Adhikari writes letter to Gyanesh Kumar: মুখ্যমন্ত্রীর চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন শুভেন্দু। এর আগেও মুখ্যমন্ত্রীর চিঠির পরই চিঠি লিখেছিলেন তিনি। এবারও যে মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে তিনি চিঠি লিখছেন, চিঠির বিষয়বস্তুতেই তা পরিষ্কার করে দেন বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী তিন পাতার চিঠি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমারকে। বিধানসভার বিরোধী দলনেতাও তিন পাতার চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি অভিযোগকে খারিজ করে যুক্তি দিয়েছেন।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী ভিত্তিহীন অভিযোগ করছেন বলে চিঠিতে লেখেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারকে শুভেন্দু লেখেন, “রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর প্রক্রিয়াকে লাইনচ্যুত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।” বাংলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য এসআইআর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা।
গতকাল জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চতুর্থ চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে এসআইআর শুনানিতে ভোটারদের হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি এবং অভিনেতা-সাংসদ দীপক অধিকারীকে (দেব) হিয়ারিংয়ের নোটিস পাঠানোর নিন্দা করেন। শুনানিতে সাধারণ মানুষের হয়রানি কমাতে পদক্ষেপ করার অনুরোধ জানান মমতা। টাইপ করা চিঠির শেষে কলম দিয়ে ২ লাইন লেখা ছিল। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, “যদিও আমি জানি, আপনি উত্তর কিংবা ব্যাখ্যা দেবেন না। তবু আপনাকে সমস্তটা জানানো আমার দায়িত্ব।”
মুখ্যমন্ত্রীর চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন শুভেন্দু। এর আগেও মুখ্যমন্ত্রীর চিঠির পরই চিঠি লিখেছিলেন তিনি। এবারও যে মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে তিনি চিঠি লিখছেন, চিঠির বিষয়বস্তুতেই তা পরিষ্কার করে দেন বিধানসভার বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী তিন পাতার চিঠি পাঠিয়েছেন জ্ঞানেশ কুমারকে। বিধানসভার বিরোধী দলনেতাও তিন পাতার চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি অভিযোগকে খারিজ করে যুক্তি দিয়েছেন।
গতকাল চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন এসআইআর প্রক্রিয়ায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। শুভেন্দুর দাবি, এই তথ্য মনগড়া। এসআইআর-র জন্য এতজনের মৃত্যু হয়েছে, এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য নেই। এই প্রসঙ্গে করোনার সময় মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন তিনি। অমর্ত্য সেনদের শুনানির নোটিস পাঠানো নিয়েও যুক্তি দেন শুভেন্দু। আইনের কাছে সবাই সমান বলে চিঠিতে লেখেন।
চিঠির শেষে মুখ্য নির্বাচন কমিশনারকে অনুরোধ করে শুভেন্দু লেখেন, “আপনার কাছে আমার অনুরোধ, এইসব অন্যপথে চালিত করার কৌশলকে উপেক্ষা করে এসআইআর প্রক্রিয়া শেষ করুন।”
