Maharashtra & Jharkhand Assembly Election 2024 Live: শেষবেলায় কিছুটা ভোটদানের হার বাড়ল মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬৭ শতাংশ

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: সঞ্জয় পাইকার

Nov 20, 2024 | 11:43 PM

Assembly Election Live: বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। পড়শি রাজ্যে ইতিমধ্যেই একদফা ভোট হয়ে গিয়েছে, আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৩৮ আসনে। অন্যদিকে ২৮৮ আসনে এক দফাতেই ভোট হচ্ছ মহারাষ্ট্রে।

Maharashtra & Jharkhand Assembly Election 2024 Live: শেষবেলায় কিছুটা ভোটদানের হার বাড়ল মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬৭ শতাংশ
ভোট দিলেন অক্ষয়-সচিন।
Image Credit source: PTI

Follow Us

বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ইতিমধ্যেই একদফা ভোট হয়ে গিয়েছে, আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ৩৮ আসনে। অন্যদিকে ২৮৮ আসনে এক দফাতেই ভোট হল মহারাষ্ট্রে।  সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে সন্ধে ৬টা পর্যন্ত।

এবারের মহারাষ্ট্র নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মহা বিকাশ আগাড়ি সরকার ভাঙার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। একদিকে দুই শিবসেনার মধ্যে লড়াই, অন্যদিকে শরদ পওয়ার বনাম অজিত পওয়ারের এনসিপির লড়াই। কংগ্রেস বনাম বিজেপির যুদ্ধ তো আছেই।

ঝাড়খণ্ডে আবার লড়াই জেএমএম-র নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-র মধ্যে। দুই রাজ্যেই শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ২৩ নভেম্বর, ফল প্রকাশের পরই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Nov 2024 07:19 PM (IST)

    ঝাড়খণ্ডে ৬৭ শতাংশের বেশি ভোট পড়ল, ভোটদানে কিছুটা পিছিয়ে মহারাষ্ট্র

    সকালে ধীর গতিতে ভোটদান শুরু হলেও শেষের দিকে ভোটদানের হার কিছুটা বাড়ল মহারাষ্ট্রে। বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটদানের হার ৫৮.২২ শতাংশ। অন্যদিকে, ঝাড়খণ্ডে এদিন দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ভোট হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.৫৯ শতাংশ।

  • 20 Nov 2024 04:37 PM (IST)

    বিকেল ৩টে পর্যন্ত মহারাষ্ট্রের ভোটদানের হার ৫০ শতাংশও পৌঁছয়নি

    ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ভোট হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত এই ৩৮ আসনে ৬১.৪৭ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে মহারাষ্ট্রের ২৮৮টি আসনে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৫৩ শতাংশ। গড়চিরোলিতে সর্বোচ্চ ৬২.৯৯ শতাংশ ভোট পড়েছে।


  • 20 Nov 2024 02:05 PM (IST)

    ধীর গতিতে এগোচ্ছে মহারাষ্ট্র, কেমন হচ্ছে ঝাড়খণ্ডের ভোট?

    দুপুর ১টা অবধি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের হার –

    ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৪৭.৯২  শতাংশ।

    মহারাষ্ট্রে ভোট পড়েছে ৩২.১৮ শতাংশ।

    47.92% voter turnout recorded till 1 pm in the second and final phase of #JharkhandElection2024

    32.18% recorded till 1 pm in #MaharashtraElection2024 pic.twitter.com/fhEqcv4w1v

    — ANI (@ANI) November 20, 2024

  • 20 Nov 2024 01:42 PM (IST)

    ভোট দিলেন হেমা মালিনী

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভট দিতে এলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। সঙ্গে ছিলেন তাঁর কন্যা।

  • 20 Nov 2024 12:45 PM (IST)

    ভোট দিলেন অনুপম খের

    অভিনেতা অনুপম খেরও ভোট দিলেন আজ।

  • 20 Nov 2024 12:25 PM (IST)

    ভোট দিলেন সুনীল শেট্টি

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন অভিনেতা সুনীল শেট্টি।

  • 20 Nov 2024 12:11 PM (IST)

    ঝাড়খণ্ডে কত ভোট পড়ল?

    ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩১.৩৭ শতাংশ।

  • 20 Nov 2024 12:10 PM (IST)

    ভোট দিলেন সুভাষ ঘাই

    মুম্বইয়ে একটি বুথে ভোট দিলেন ডিরেক্টর সুভাষ ঘাই।

     

  • 20 Nov 2024 12:08 PM (IST)

    সকাল ১১টা পর্যন্ত কত ভোট পড়ল?

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৮.১৪ শতাংশ।

  • 20 Nov 2024 12:06 PM (IST)

    ভোট দিলেন একনাথ শিন্ডে

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

  • 20 Nov 2024 10:19 AM (IST)

    মহারাষ্ট্রে কত ভোট পড়ল?

    তুলনামূলকভাবে অনেক কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সকাল ৯টা পর্যন্ত ৬.৬১ শতাংশ ভোট পড়েছে মহারাষ্ট্রে।

  • 20 Nov 2024 10:18 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত কত ভোট পড়ল ঝাড়খণ্ডে?

    ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২.৭১ শতাংশ।

  • 20 Nov 2024 10:16 AM (IST)

    মহা বিকাশ আগাড়ির সরকারই জিতবে: রীতেশ দেশমুখ

    মহারাষ্ট্রের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বিলাস রাও দেশমুখের ছেলে, অভিনেতা রীতেশ দেশমুখ এ দিন ভোট দিয়ে বলেন, “মহা বিকাশ আগাড়িই মহারাষ্ট্রে সরকার গড়বে। আমার দুই ভাই-ই জিতবে।”

     

  • 20 Nov 2024 08:44 AM (IST)

    ভোট দিলেন আলি ফজল

    মহারাষ্ট্রে ভোট দিলেন অভিনেতা আলি ফজল।

  • 20 Nov 2024 08:42 AM (IST)

    ভোট দিলেন সচিন

    মুম্বইয়ে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি সকলকে ভোটদানের আর্জি জানান।

  • 20 Nov 2024 08:00 AM (IST)

    সরকার গড়ার আশায় অজিত পওয়ার

    ভোট গ্রহণ শুরু হতেই সকাল সকাল ভোট দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বারামতীর প্রার্থী অজিত পওয়ার। ভোট দিয়ে বেরিয়ে তিনি  বলেন, “মহাযুতিই এখানে সরকার গড়বে।”

     

  • 20 Nov 2024 07:50 AM (IST)

    ভোট দিলেন কবীর খান

    মুম্বইয়ে ভোট দিতে এলেন সিনেমা নির্মাতা কবীর খান।

     

  • 20 Nov 2024 07:41 AM (IST)

    সকালেই ভোট দেওয়ার লম্বা লাইন

    ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা যাচ্ছে ভোটারদের লম্বা লাইন।

     

  • 20 Nov 2024 07:16 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ

    সকাল ৭টা থেকে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে শুরু হল ভোট গ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

  • 20 Nov 2024 07:00 AM (IST)

    বিটকয়েন প্রতারণার অভিযোগ

    শেষ লগ্নে এসে মহারাষ্ট্রে বিটকয়েন প্রতারণার অভিযোগ। এনসিপি নেতা শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে ও কংগ্রেস নেতা নানা পাটোলের বিরুদ্ধে এই প্রতারণায় জড়িত থাকার অভিযোগ।

  • 20 Nov 2024 06:45 AM (IST)

    ঝাড়খণ্ডে ভোট দেবে ১.২৩ কোটি ভোটার

    ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আজ। মোট ৩৮টি আসনে ভোট গ্রহণ হবে। ১.২৩ কোটি ভোটাররা রাজ্যের ভাগ্য নির্ধারণ করবে।

  • 20 Nov 2024 06:42 AM (IST)

    ভোটের আগেই টাকা বিতরণের অভিযোগ

    সরগরম মহারাষ্ট্র ভোট। নির্বাচন শুরুর আগেই বিজেপি নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা ভোটারদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল।