SIR in Bengal: এবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার

Mamata Banerjee: এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা দেখতে দলের নেতাদের প্রথম থেকেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বিএলএ-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএলও-দের সঙ্গে তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি যান। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেদিকে তাঁরা নজর রাখেন। 

SIR in Bengal: এবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 17, 2025 | 3:07 PM

কলকাতা: একদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে তৃণমূলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় দলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলির একটা অংশের বিএলএ-দের ডাকা হচ্ছে।     

এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তা দেখতে দলের নেতাদের প্রথম থেকেই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বিএলএ-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএলও-দের সঙ্গে তাঁরাই ভোটারদের বাড়ি বাড়ি যান। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, সেদিকে তাঁরা নজর রাখেন। 

গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠছে। হুগলির ডানকুনির পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরকেই খসড়া ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। তা নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দেগেছে ঘাসফুল শিবির।

আগামী ২৩ ডিসেম্বর থেকে শুনানি শুরু করবে কমিশন। খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিকেও শুনানিতে ডাকা হতে পারে। এই আবহে চূড়ান্ত ভোটার তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য তৎপর হয়েছে তৃণমূল। কমিশন শুনানি শুরু করার আগের দিনই দলের কলকাতার বিএলএ-দের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা। সেখানে হাওড়া ও হুগলির একাংশের বিএলএ-রাও থাকবেন। নেতাজি ইন্ডোরে এই বৈঠক থেকে বিএলএ-দের উদ্দেশে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেটাই এখন দেখার।