Dilip Ghosh: মেদিনীপুর থেকে আচমকা প্রার্থী হয়েছিলেন দুর্গাপুরে, অবশেষে হারের কারণ জানালেন দিলীপ
Dilip Ghosh in Durgapur: ছাব্বিশের নির্বাচনে তিনি কোথায় প্রার্থী হতে চান, জানতে চাওয়া হলে দিলীপ বলেন, "দল যেখানে বলবে, সেখানেই প্রার্থী হব। আবার না বললে প্রার্থী হব না।" জানিয়ে দিলেন, দলের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালনে প্রস্তুত।

দুর্গাপুর: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিলীপ ঘোষের মুখে ফের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা। চব্বিশের নির্বাচনে একেবারে শেষলগ্নে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল তাঁকে। হেরে যান তিনি। তারপরই প্রশ্ন ওঠে, পাঁচ বছর আগে তাঁর জেতা আসন মেদিনীপুরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপকে কেন প্রার্থী করা হল না? অবশেষে বর্ধমান-দুর্গাপুর আসনে তাঁর হার নিয়ে মুখ খুললেন দিলীপ। কেন তাঁকে মেদিনীপুর থেকে এখানে প্রার্থী করা হয়েছিল, সেই যুক্তিও দিলেন। কী বললেন দিলীপ?
বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধীমোড় পর্যন্ত প্রাতর্ভ্রমণ করেন দিলীপ ঘোষ। এরপর গান্ধীমোড়ে চা চক্রে মিলিত হয়ে লোকসভা নির্বাচনে তাঁর হারের কারণ ব্যাখ্যা করেন। দিলীপ ঘোষ বলেন, “খামতি অনেক ছিল। পার্টি দুর্বল ছিল। আমরা জেতার পর (উনিশে এই আসনে জিতেছিল বিজেপি) যেভাবে কাজ করার কথা ছিল, সেটা করতে পারিনি। সন্ত্রাস ছিল। ফলে অনেক জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম, যেভাবে প্রচার করেছি, হয়তো ফল ভাল হবে। সময় দরকার ছিল। মাত্র দেড়মাস এখানে ছিলাম। আর একটু সময় পেলে হয়তো ভালো হত।”
মেদিনীপুর থেকে তাঁকে সরানোর কারণ নিয়ে দিলীপ বলেন, “মেদিনীপুরের মানুষের সঙ্গে মিশে পাঁচ বছর ধরে কাজ করেছিলাম। যাতে আবার দল জিততে পারে। সাধারণ মানুষের সঙ্গেও আমার একটা সম্পর্ক ছিল। ফলে পার্টি মনে করেছিল, এই আসন তো আমরা জিতবই। তাই আমাকে এখানে পাঠিয়েছিল। প্রচারও করেছিলাম। কিন্তু, নির্বাচন জেতার জন্য শুধু প্রচারই যথেষ্ট নয়। সংগঠনও দরকার।” বর্ধমান-দুর্গাপুরে সেইসময় বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
ছাব্বিশের নির্বাচনে তিনি কোথায় প্রার্থী হতে চান, জানতে চাওয়া হলে দিলীপ বলেন, “দল যেখানে বলবে, সেখানেই প্রার্থী হব। আবার না বললে প্রার্থী হব না।” জানিয়ে দিলেন, দলের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। দল তাঁকে যে দায়িত্ব দেবে, তিনি তা পালনে প্রস্তুত।
