Parno Mitra: পদ্মে ভুল, এবার জোড়াফুলে অভিনেত্রী পার্নো মিত্র

| Edited By: জয়দীপ দাস

Dec 26, 2025 | 11:02 PM

Parno Mitra News: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও তৎকালীন তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে তাঁকে হার মানতে হয়েছিল। বর্তমানে সেই তাপস রায় পদ্ম শিবিরে নাম লেখালেও, পার্নো মিত্র বেছে নিলেন রাজ্যের শাসকদলকেই।

কলকাতা: ভোটের দামামা বাজতে না বাজতেই দলবদলের পালায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও তৎকালীন তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে তাঁকে হার মানতে হয়েছিল। বর্তমানে সেই তাপস রায় পদ্ম শিবিরে নাম লেখালেও, পার্নো মিত্র বেছে নিলেন রাজ্যের শাসকদলকেই।