Special Electoral Roll Hearings: SIR-তালিকায় নাম নেই! সমন তো আসবেই, কিন্তু কোথায় হবে ‘হিয়ারিং’? জেনে নিন…
SIR 2025 Draft List: যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনি দেখে নিন https://ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটটি। যাঁদের খসড়া তালিকায় নাম নেই, তাঁদের নাম এখানে থাকবেই বলে জানাচ্ছে ইলেকশন কমিশন। আপনার যদি নাম না থাকে, তাহলে তো আপনাকে ডেকে পাঠাবে কমিশন।

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপনার নাম রয়েছে কি না সে তথ্যও ইতিমধ্যেই জেনে ফেলেছেন আপনি। কিন্তু খসড়া তালিকায় যাঁদের নাম নেই, চিন্তা বাড়ছে তাঁদের। যদি সমন আসে, তাহলে কোথায় যেতে হবে? কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেই সব নিয়েই চিন্তায় অনেকে। সেই তথ্যই জেনে নিন এখানে।
যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনি দেখে নিন https://ceowestbengal.wb.gov.in/asd_sir ওয়েবসাইটটি। যাঁদের খসড়া তালিকায় নাম নেই, তাঁদের নাম এখানে থাকবেই বলে জানাচ্ছে ইলেকশন কমিশন। আপনার যদি নাম না থাকে, তাহলে তো আপনাকে ডেকে পাঠাবে কমিশন। কিন্তু আপনাকে যেতে হবে কোথায়? জানা যাচ্ছে, আপনার এলাকার ইআরও বা এইআরওর অফিসে যেতে হবে আপনাকে।
আপনার জেলার বিভিন্ন আধিকারিকরাই আসলে ইআরও বা এআরইওর দায়িত্ব পেয়েছেন। ফলে জেলাশাসকের অফিস, মহকুমা শাসকের অফিস সহ বিভিন্ন সরকারি অফিসে ডাক পাবেন আপনি। সেখানেই হবে হিয়ারিং। এবার আপনি ভাবতে পারেন কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হিয়ারিংয়ে? এখানে কমিশনের দেওয়া যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যে কোনও বৈধ ডকুমেন্ট থাকলেই হবে।
বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন যে এমন যে কোনও নথি যদি আপনার কাছে থাকে যা দিয়ে প্রমাণ হয় আপনি পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দা, তাহলেই আপনার নাম উঠে যাবে ফাইনাল লিস্টে। কমিশন চায় দেশের প্রতিটা বৈধ ভোটারেরই যাতে ভোটাধিকার থাকে ও অবৈধ ব্যক্তিরা যাতে ভোট দিতে না পারেন।
