KMC Election Result 2021: ‘গণনাতেও গন্ডগোল!’ শতাংশের বিচারে দ্বিতীয় হলেও অনুযোগ রবীন দেবের
Kolkata Municipality Election Result: শতাংশের বিচারে তৃণমূলের পরে রয়েছে বামেরা। ভোট শতাংশের বিচারে অনেক দূরে হলেও ৬৫ ওয়ার্ডে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে। ফলাফলে 'খুশি' হলেও গণনাতেও গন্ডগোল হচ্ছে বলে অভিযোগ করল বামেরা।
কলকাতা: শতাংশের বিচারে তৃণমূলের পরে রয়েছে বামেরা। ভোট শতাংশের বিচারে অনেক দূরে হলেও ৬৫ ওয়ার্ডে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে আছে। ফলাফলে ‘খুশি’ হলেও গণনাতেও গন্ডগোল হচ্ছে বলে অভিযোগ করল বামেরা।
একুশের বিধানসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট বা লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট শতাংশের থেকে কলকাতা পুরসভা ভোটের হার অনেক ভাল। বাম নেতা রবীন দেবের কথায়, “বহু বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে। সেই ভোটারদের আমরা অভিনন্দন জানাই”। ১৯ ডিসেম্বর ভোটের দিন রবীন দেব বলেছিলেন, তৃণমূল ও পুলিশের সম্মিলিত বাধা সত্ত্বেও যে বাম কর্মীরা বীরের মতো কাজ করেছেন তাঁদের তিনি শুভেচ্ছা জানাচ্ছে। আর পুরভোটের এই ফলাফলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।
রবীন দেবের কথায়, “মুখ্য়মন্ত্রী, অভিষেক ব্যানার্জি তারা সবাই পরিকল্পনা করেই এই নির্বাচনে ভোট লুঠ করেছে। কাউন্টিংয়েও গন্ডগোল করছে। তিন নম্বর বোর্ডে নমিতা রায় ৮৬ ভোটে জিতেছে। সেইটা জানা সত্ত্বেও ওখান থেকে কাউন্টিং শিট আনতে দিচ্ছে না। এরকম যদি কাউন্টিংয়েও যদি নিয়ম-কানুন লঙ্ঘিত হয়…” শ্লেষের সুরে তিনি বলেন তৃণমূলকে যেন সব আসনে জিততে হবে! এই মনোভাব থাকলে তার প্রতিফলন তো এমন হবেই।
কলকাতা পুরভোটে শতাংশের বিচারে দ্বিতীয় বামেরাই:
যদিও পদ্ম শিবির নয়, কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। গত পুরভোটে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল। তাদের ভোট শতাংশ এবার প্রায় ৯.৭ শতাংশ। আর গত পুরভোটে ১৫টি আসন পেয়েছিল বামেরা। এবার তারা ১১.৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে। একুশের বিধানসভা ভোটে খাতা খুলতে না পারা বামেদের এই ফলাফল তুললামূলক ভাবে ভাল। তাঁদের প্রার্থীদের জয়ের ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন রবীন দেব। অন্য়দিকে পুরভোটে ফার্স্টবয় তৃণমূল যদিও বহু এগিয়ে। তাদের ভোট শতাংশ ৭২.২ শতাংশ। তবে বামেদের দাবি ফল আরও ভাল হত যদি নির্বাচন সুষ্ঠু ও অবাধ হত।