Dilip Ghosh: চার পুরনিগমে কেন ভরাডুবি? দলের অন্তর্কলহ নাকি অন্য কিছু! ব্যাখ্যা দিলেন দিলীপ

Municipal Elections 2022: প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজ্য বিজেপি নেতৃত্ব এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, তার জেরেই কি পুরনিগমের ফলাফলে এই হাল? বুধবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না।

Dilip Ghosh: চার পুরনিগমে কেন ভরাডুবি? দলের অন্তর্কলহ নাকি অন্য কিছু! ব্যাখ্যা দিলেন দিলীপ
দিলীপ ঘোষের মন্তব্য (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 5:28 PM

কলকাতা ও নয়া দিল্লি : বঙ্গ বিজেপি শিবিরে যে ‘বিদ্রোহের’ তুষের আগুন জ্বলতে শুরু করেছে, তা নেভার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। এরই মধ্যে বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গে বৈঠক করেন সাময়িকভাবে দল থেকে বরখাস্ত রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই ফের কিছুটা অস্বস্তি বেড়েছে বঙ্গীয় বিজেপি (West Bengal BJP) নেতাদের। এর আগে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাদের সঙ্গে একাধিক বার বৈঠক করতে দেখা গিয়েছে অন্য এক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিদ্রোহী নেতৃত্বের অন্যতম প্রধান মুখ শান্তনু ঠাকুরকে। তারপর লকেটের সঙ্গে বৈঠক সাময়িক বরখাস্ত হওয়া নেতার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি রাজ্য বিজেপি নেতৃত্ব এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, তার জেরেই কি পুরনিগমের ফলাফলে এই হাল? বুধবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না।

দিলীপ বাবুর কথায়, “কোনও সংগঠন বা দল একজন মানুষের দ্বারা চলেও না। একজন মানুষের দ্বারা খারাপও হয় না।” উল্লেখ্য, বুধবার বিকেলে দিল্লিতে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, সদ্য সমাপ্ত চার পুরনিগম নির্বাচনে বিজেপির এই অত্যন্ত খারাপ ফলের কারণ কি দলের অন্দরে এই বিভাজনের পরিস্থিতি? সেই প্রসঙ্গেই এই কথা বলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “যে ধরনের অত্যাচার হয়েছে, তাতে বহু দলীয় কর্মী বাইরে বেরোচ্ছেন না। নির্বাচনে তাঁরা কাজও করেননি। যাঁরা গত বছর থেকে প্রস্তুতি চালাচ্ছিলেন, তাঁরা টিকিট নিতে আসেননি। যাঁরা টিকিট নিয়েছেন তাঁদের সঙ্গে লোকে বেরোচ্ছে না, বেরোলে আবার পুলিশ ধমক দিচ্ছে। অনেকে বাড়ি ছাড়া আছেন। ফলে যে ধরনের শক্তি লাগিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল, তা আমরা করতে পারিনি।”

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া চার পুরনিগমের নির্বাচনে মাথা গোঁজার জায়গা পায়নি বিজেপি। ছোট ছোট পকেটে একটা দুটো ওয়ার্ডে জিততে পারলেও তৃণমূলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে কখনও মনে হয়নি, বিজেপি টক্কর দেওয়ার মতো অবস্থায় রয়েছে। কলকাতা পুরনিগম নির্বাচনের ক্ষেত্রে যেমন ভরাডুবি হয়েছিল বিজেপির, চার পুরনিগমের ভোটেও কার্যত সেই একই ধরনের ফলাফল।

আরও পড়ুন : Calcutta High Court: ‘অভিযুক্ত যত বড় আধিকারিকই হোন না কেন, তদন্ত বাধ্যতামূলক’, জাতীয় সড়ক দুর্নীতি মামলায় মন্তব্য হাইকোর্টের

আরও পড়ুন : Weather Update: ফের বৃষ্টির উপদ্রব! পশ্চিমী ঝঞ্ঝা-উচ্চচাপ বলয়ের জোড়া ফলা… এই দিনগুলিতে ছাতা নিতে ভুলবেন না