Congress-TMC ties: গোয়া নিয়ে বৈঠকে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি, জানালেন কংগ্রেস নেতা
KC Venugopal: অনেকেই দাবি করেছিলেন রাহুলের সঙ্গে বৈঠকে জোট প্রসঙ্গে আলোচনা হয়েছে। এবার সেই জল্পনাতেই জল ঢেলে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।
নয়া দিল্লি: গোয়া বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকের পরই সৈকত রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন রাহুলের সঙ্গে বৈঠকে জোট প্রসঙ্গে আলোচনা হয়েছে। এবার সেই জল্পনাতেই জল ঢেলে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। কংগ্রসের সাধারণ সম্পাদক বেণুগোপাল জানিয়েছেন, এই রকমের কোনও আলোচনা হয়নি। তিনি জানিয়েছেন, “কংগ্রেস একাই গোয়াকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সমর্থ।” টুইটারে কেসি বেনুগোপাল লিখেছেন, “বিভিন্ন মহলে গুঞ্জন চলছে গোয়া নিয়ে দলীয় বৈঠকে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে আলোচনা করেছেন রাহুল গান্ধী, গুঞ্জন ভিত্তিহীন এবং অসত্য।”
ব্যক্তিগত কাজে বিদেশে গিয়েছিলেন রাহুল গান্ধী। রবিবার রাতে বিদেশ থেকে ফিরে গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রণকৌশল ঠিক করতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাহুল। সোমবার গোয়া নিয়ে আরও একটি বৈঠক করেন রাহুল। এই ভার্চুয়াল বৈঠকে দলের তরফে গোয়ার পর্যবেক্ষক তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও সাধারণ সম্পাদক কে ভেনুগোপাল উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরেই গোয়াতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে যাবতীয় জল্পনা সূত্রপাত হয়।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। তাই গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোটের প্রসঙ্গ সামনে আসতেই বিভিন্ন মহলে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদকের টুইট, আপাতত জল্পনায় জল ঢেলে দিল।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ গোয়াতে বিধানসভা নির্বাচন। কংগ্রেসের পাশাপাশি বিজেপি বিরোধী হিসেবে আম আদমি পার্টি ও তৃণমূল গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই বিজয় সরদেশাইয়ের গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে কংগ্রেসের জোট চূড়ান্ত হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে দেশের সবথেকে ছোট রাজ্য গোয়াতে বিজেপিকে ধাক্কা দিতে হলে বিরোধী ভোট ভাগাভাগি হলে চলবে না। সে ক্ষেত্রে সকল বিরোধী রাজনৈতিক দলগুলি আলাদা আলাদাভাবে ধরলে আখেরে লাভ হবে বিজেপির। সমীকরণের কথা মাথায় রেখে বিরোধী রাজনৈতিক দলগুলি আগামী দিনে কোন পথে হাঁটে সে দিকেই নজর থাকবে সকলের।