Modi Modi song in Karnataka: ‘নাটু নাটু’ নয়, ভোটমুখী কর্নাটকে ব্যাপক হিট ‘মোদী মোদী’ গান, দেখুন ভিডিয়ো

Modi Modi song in Karnataka: তেলেগু ফিল্ম 'আরআরআর'-এর অস্কার বিজয়ী গান 'নাটু নাটু'-ও উঠে এল কর্ণাটকের ভোট প্রচারে। 'নাটু নাটু'র পরিবর্তে 'মোদী মোদী' ব্যবহার করা হয়েছে এই গানে।

Modi Modi song in Karnataka: 'নাটু নাটু' নয়, ভোটমুখী কর্নাটকে ব্যাপক হিট 'মোদী মোদী' গান, দেখুন ভিডিয়ো
কর্নাটক মাতল মোদী মোদী গানে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 8:29 PM

বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আর এক মাসও বাকি নেই। এই অবস্থায় রাজনৈতিক দলগুলি ভোটারদের মন জয়ে সব রকম উপায়কে কাজে লাগাচ্ছে। এবার, তেলেগু ফিল্ম ‘আরআরআর’-এর অস্কার বিজয়ী গান ‘নাটু নাটু’-ও উঠে এল কর্ণাটকের ভোট প্রচারে। মঙ্গলবার (১১ এপ্রিল) ‘নাটু নাটু’-র নিজস্ব সংস্করণ প্রকাশ করল ক্ষমতাসীন বিজেপি। ‘নাটু নাটু’র পরিবর্তে ‘মোদী মোদী’ ব্যবহার করা হয়েছে এই গানে। আর সেই সঙ্গে দক্ষিণী রাজ্যে বিজেপির গত তিন বছরের সাফল্যগুলি তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার, এই গানের একটি ভিডিয়ো টুইটারে প্রকাশ করেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর। সঙ্গে লেখেন, “একটি চমৎকার গানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কর্নাটকের বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টাগুলি, কর্ণাটকের উন্নয়ন উৎসবকে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। বিজেপির যুব মোর্চার উদ্যোগ প্রশংসনীয়।” পরে অবশ্য টুইটটি মুছে দেন মন্ত্রী। তবে, তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই মিউজিক ভিডিয়োটি। ভিডিয়োতে, কিছু ব্যক্তিকে ‘নাটু নাটু’-র হুক স্টেপ করতে দেখা গিয়েছে। একইসঙ্গে গানের কতায় শিবমোগা বিমানবন্দর, বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে, মেট্রো লাইন এবং রাজ্যে বিজেপি সরকারের অন্যান্য কাজ ও প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।

তবে, নির্বাচনী প্রচারে এই প্রথম কোনও রাজনৈতিক দল কোনও অস্কারজয়ী গান ব্যবহার করল, তা নয়। ২০০৯ সালে অস্কার জিতেছিল ‘স্লামডগ মিলিয়নিয়ার’ চলচ্চিত্রের ‘জয় হো’ গানটি । জাতীয় কংগ্রেস সেই গানের কথা বদলে, সুরটি এক রেখে তৈরি করেছিল ‘জয় হো কংগ্রেস’ বলে একটি রিমিক্স সঙ্গীত। লোকসভা নির্বাচনে সেই গান তারা নির্বাচনী প্রচারের গান হিসাবে ব্যবহার করেছিল। যদিও পরে নির্বাচনী প্রচার থেকে গানটিকে বাদ দেওয়া হয়েছিল।

১০ মে এক দফায় অনুষ্ঠিত হবে ২২৪-সদস্যের কর্ণাটক বিধানসভার জন্য নির্বাচন। ফল প্রকাশ করা হবে ১৩ মে। দক্ষিণী এই রাজ্যে নির্বাচনী লড়াইটা প্রধানত ত্রিমুখী – কংগ্রেস, বিজেপি এবং জেডি(এস)-এর মধ্যে সীমাবদ্ধ। নতুন নির্বাচনী প্রচার সঙ্গীত প্রকাশ করলেও, এখনও পর্যন্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি। বুধবারই এই তালিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, তালিকা নিয়ে কোনও বিভ্রান্তি নেই। তবে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করা বাকি। নতুন প্রার্থীদের নিয়েও আরও আলোচনার প্রয়োজন।