Priyanka Gandhi: ‘আমার দাদাকে দেখে শিখুন’, প্রধানমন্ত্রীকে রাহুলের কোন গুণ রপ্ত করতে বললেন বোন প্রিয়ঙ্কা?

Karnataka Assembly Election 2023: প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "অন্তত আপনাকে করা অপমান এক পাতায় এঁটে যাবে, যদি আপনারা দেখেন যে ওরা (বিজেপি) কীভাবে আমার পরিবারকে আক্রমণ করেছে এবং তা নিয়ে আমরা তালিকা তৈরি করতে শুরু করি, তবে আমরা একের পর এক বই প্রকাশ করে ফেলতে পারব।"

Priyanka Gandhi: 'আমার দাদাকে দেখে শিখুন', প্রধানমন্ত্রীকে রাহুলের কোন গুণ রপ্ত করতে বললেন বোন প্রিয়ঙ্কা?
কর্নাটকে জনসভায় প্রিয়ঙ্কা গান্ধী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 7:54 AM

বেঙ্গালুরু: আর দিন কয়েক বাদেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023)। ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক দলগুলির লড়াই। গতকাল ‘হাইভোল্টেজ’ রবিবার ছিল কর্নাটকে। একদিকে যেখানে বিজেপির হয়ে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), সেখানেই কংগ্রেসের হয়ে প্রচারে গিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেখানেই প্রধানমন্ত্রীর গতদিনের আক্রমণের জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। সম্প্রতিই প্রধানমন্ত্রী কংগ্রেসের গালিগালাজ করা নিয়ে মুখ খুলেছিলেন। তার পাল্টা জবাবে প্রিয়ঙ্কা রবিবার বলেন, তাঁর দাদাকে দেখে শেখা উচিত। সে দেশের জন্য গুলি খেতেও রাজি।

কর্নাটকের নির্বাচন নিয়েই যুযুধান লড়াই চলছে শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্য়ে। সম্প্রতিই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী মোদীকে ‘বিষধর সাপ’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। শনিবার এই নিয়ে মুখ খোলেন মোদী, তিনি বলেন, “কংগ্রেস ও তার কর্মীরা ৯১ বার আমায় নানা ভাষায় আক্রমণ করেছে।”

রবিবার কর্নাটকের বাগলকোট জেলায় প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। সেই সভা থেকেই প্রধানমন্ত্রীর দাবির পাল্টা জবাব দিয়ে বলেন, “অন্তত আপনাকে করা অপমান এক পাতায় এঁটে যাবে, যদি আপনারা দেখেন যে ওরা (বিজেপি) কীভাবে আমার পরিবারকে আক্রমণ করেছে এবং তা নিয়ে আমরা তালিকা তৈরি করতে শুরু করি, তবে আমরা একের পর এক বই প্রকাশ করে ফেলতে পারব।

প্রিয়ঙ্কা আরও বলেন, “বিগত দুই-তিনদিন ধরে আমি আশ্চর্যজনক বিষয় দেখছি। আমি বহু প্রধানমন্ত্রী দেখেছি। ইন্দিরাজী দেশের জন্য গুলি খেয়েছিলেন। আমি রাজীব গান্ধীকেও দেখেছি, যিনি দেশের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আমি পিভি নরসিমহা রাও ও মনমোহন সিংকে দেশের জন্য কঠোর পরিশ্রম করতে দেখেছি। কিন্তু উনিই (নরেন্দ্র মোদী) প্রথম প্রধানমন্ত্রী, যিনি আপনাদের সামনে এসে আপনাদের দুঃখ শোনার বদলে নিজের সমস্যা নিয়ে কথা বলেন। অপমানিত হওয়া নিয়ে কান্নাকাটি করেন। প্রধানমন্ত্রীর দফতর সাধারণ মানুষের সমস্য়া নিয়ে নয়, বরং কে কে প্রধানমন্ত্রীকে খারাপ কথা বলেছে, তার তালিকা তৈরি করেছে।”

নিজের দাদা রাহুল গান্ধীর উদাহরণ টেনে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “মোদীজী সাহস রাখুন। আমার দাদা রাহুল গান্ধীকে দেখে শিখুন। আমার দাদা দেশের জন্য় অপমান কেন, বুলেট খেতেও রাজি। আমার দাদা সত্যের জন্য সর্বদা লড়াই করবে। তাতে আপনারা গালমন্দ করুন কিংবা গুলি চালান বা ছুরি মারুন। মোদীজী, ভয় পাবেন না। এটা জনজীবন এবং সকলকেই এই বিষয়গুলি সহ্য় করতে হয়। কেবল সাহস থাকা এবং এগিয়ে চলার প্রয়োজন।”