Priyanka Gandhi: ‘আমার দাদাকে দেখে শিখুন’, প্রধানমন্ত্রীকে রাহুলের কোন গুণ রপ্ত করতে বললেন বোন প্রিয়ঙ্কা?
Karnataka Assembly Election 2023: প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "অন্তত আপনাকে করা অপমান এক পাতায় এঁটে যাবে, যদি আপনারা দেখেন যে ওরা (বিজেপি) কীভাবে আমার পরিবারকে আক্রমণ করেছে এবং তা নিয়ে আমরা তালিকা তৈরি করতে শুরু করি, তবে আমরা একের পর এক বই প্রকাশ করে ফেলতে পারব।"
বেঙ্গালুরু: আর দিন কয়েক বাদেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election 2023)। ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক দলগুলির লড়াই। গতকাল ‘হাইভোল্টেজ’ রবিবার ছিল কর্নাটকে। একদিকে যেখানে বিজেপির হয়ে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), সেখানেই কংগ্রেসের হয়ে প্রচারে গিয়েছিলেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেখানেই প্রধানমন্ত্রীর গতদিনের আক্রমণের জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। সম্প্রতিই প্রধানমন্ত্রী কংগ্রেসের গালিগালাজ করা নিয়ে মুখ খুলেছিলেন। তার পাল্টা জবাবে প্রিয়ঙ্কা রবিবার বলেন, তাঁর দাদাকে দেখে শেখা উচিত। সে দেশের জন্য গুলি খেতেও রাজি।
কর্নাটকের নির্বাচন নিয়েই যুযুধান লড়াই চলছে শাসক দল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্য়ে। সম্প্রতিই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী মোদীকে ‘বিষধর সাপ’ বলে বিতর্কে জড়িয়েছিলেন। শনিবার এই নিয়ে মুখ খোলেন মোদী, তিনি বলেন, “কংগ্রেস ও তার কর্মীরা ৯১ বার আমায় নানা ভাষায় আক্রমণ করেছে।”
রবিবার কর্নাটকের বাগলকোট জেলায় প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। সেই সভা থেকেই প্রধানমন্ত্রীর দাবির পাল্টা জবাব দিয়ে বলেন, “অন্তত আপনাকে করা অপমান এক পাতায় এঁটে যাবে, যদি আপনারা দেখেন যে ওরা (বিজেপি) কীভাবে আমার পরিবারকে আক্রমণ করেছে এবং তা নিয়ে আমরা তালিকা তৈরি করতে শুরু করি, তবে আমরা একের পর এক বই প্রকাশ করে ফেলতে পারব।”
নিজের দাদা রাহুল গান্ধীর উদাহরণ টেনে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “মোদীজী সাহস রাখুন। আমার দাদা রাহুল গান্ধীকে দেখে শিখুন। আমার দাদা দেশের জন্য় অপমান কেন, বুলেট খেতেও রাজি। আমার দাদা সত্যের জন্য সর্বদা লড়াই করবে। তাতে আপনারা গালমন্দ করুন কিংবা গুলি চালান বা ছুরি মারুন। মোদীজী, ভয় পাবেন না। এটা জনজীবন এবং সকলকেই এই বিষয়গুলি সহ্য় করতে হয়। কেবল সাহস থাকা এবং এগিয়ে চলার প্রয়োজন।”