Kolkata Municipal Corporation Election 2021: ‘অভিষেকবাবু, চোখের চিকিৎসা করাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন’

Sukanta Majumder on KMC Elections 2021: প্রসঙ্গত, কলকাতা পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর রবিবার সকাল থেকেই এসেছে। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা নিছক নাটক।

Kolkata Municipal Corporation Election 2021: 'অভিষেকবাবু, চোখের চিকিৎসা করাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন'
অভিষেককে নিশানা সুকান্তর, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 4:29 PM

দক্ষিণ দিনাজপুর: কলকাতা পুরভোটে স্থানে স্থানে অশান্তি, ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক শিবির, ভোটে অশান্তি করছে, এই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বাম, কংগ্রেস, বিজেপি। জেলায় জেলায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির লোকজন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই নির্বাচন কমিশন ‘মেরুদণ্ডহীন’ বলে অভিযোগ করেছিলেন। এ বার সরাসরি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সুকান্ত (Sukanta Majumder)।

বিজেপি রাজ্য সভাপতির কথায়, “অভিষেকবাবুকে বলি, চারদিকে এত অশান্তি হচ্ছে আপনি কিছুই দেখতে পারছেন না। আপনি বরং দক্ষিণ ভারতে গিয়ে চোখের চিকিৎসা করান। আপনার কাছে ভাল চিকিৎসকের যদি সন্ধান না থাকে, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ঠিকানা দিয়ে দেব।”

প্রসঙ্গত, কলকাতা পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর রবিবার সকাল থেকেই এসেছে। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা নিছক নাটক। মিত্র ইনস্টিটিউশন থেকে ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বললেন, “অজুহাত চাই তো। যখন ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের জয় দেখে কিছু তো একটা বলতে হবে মুখ বাঁচাতে, কিছু একটা করতে হবে। সে কারণেই এসব করে বেড়াচ্ছে। গণতন্ত্রে মানুষ ভোট দিয়েছেন। বিজেপির কাছে যদি কিছু প্রমাণ থাকে জনসমক্ষে আনুক। নাটক না করে, মানুষকে বিভ্রান্ত না করে প্রমাণ সবার সামনে আনুন। কোনও ফুটেজ থাকলে, তৃণমূলের কোনও নেতা কোনও ঘটনায় জড়িত কিংবা মানুষের ভোটাধিকার প্রয়োগে আটকানো হয়েছে আমি দায়িত্ব নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বলছি ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব।”

রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য, “কোথাও কোনও হিংসার ঘটনা ঘটেনি। পুলিশ খুব ভাল কাজ করছে। পোলিং অনেক দ্রুত হচ্ছে। বিজেপি কী করবে বুঝতে পারছে না। তাই নিরুপায় হয়ে  অভিযোগ করছে। নাচ না জানলে উঠোন বাঁকা!” ফিরহাদের আরও সংযোজন, “সজল ঘোষের হাসপাতালে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তাহলেই বুঝুন! ঠিক কী হচ্ছে! বিজেপি তো সব বুথে এজেন্টই দিতে পারেনি। ওরা বুঝতে পেরেছে মানুষ ওদের সঙ্গে নেই। তাই যা পারছে তাই করছে। নির্বাচন অনেক শান্তিপূর্ণ হয়েছে।”

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ রবিবার। ২১ ডিসেম্বর ভোটের গণনা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরসভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর প্রায় দেড় বছর পার করে ভোট হচ্ছে। করোনা পরিস্থিতির কারণেই পিছিয়ে যায় ভোটপ্রক্রিয়া।

১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯ টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: KMC Elections 2021: ‘কলকাতার ভোটার নই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াব, কোনও নিয়মবিরুদ্ধ কাজে আমি নেই’