ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এই লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত। এই কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (এসসি), মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ। এই কেন্দ্রের জনসংখ্যা প্রায় ১৭ লক্ষ। এখানে হিন্দু, মুসলিম, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জনসংখ্যা বেশি।

এই লোকসভা কেন্দ্রের সিংহভাগ এলাকাই কৃষিপ্রধান। বর্তমান এই কেন্দ্রে তৃণমূলের দাপট থাকলেও বিজেপিও ক্ষমতা দখলে মরিয়া। এই লোকসভার নানা প্রান্তে আইএসএফ, বামেদেরও অল্প বিস্তর ক্ষমতা রয়েছে। বাম আমলে এক সময় ডায়মন্ড হারবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা ছিল বামেদের। ১৯৫২ সালের প্রথম লোকসভায় এই কেন্দ্র থেকে জেতেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা কমল বসু। ১৯৬২ সালে কংগ্রেস ক্ষমতায় এলেও ১৯৬৭ সাল থেকে ফের ক্ষমতায় ফেরে বামেরা। 

১৯৬৭ সালে জয়ী হন সিপিআইএম প্রার্থী জ্যোর্তিময় বসু। চুরাশিতে ফের ক্ষমতায় ফেরে কংগ্রেস। ১৯৮৯ সালে ফের পালাবদল। ক্ষমতায় সিপিআইএম। ২০০৪ সালে শেষবার ডায়মন্ড হারবারে জেতে বামেরা। সেই বার প্রার্থী ছিলেন শমীক লাহিড়ী। ২০০৯ সালে প্রথম জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সিপিএমের শমীক লাহিড়ীকে হারিয়ে জেতেন সৌমেন্দ্রনাথ মিত্র। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালেও জয় আসে অভিষেকের। 

নজরে চোদ্দোর ইতিহাস 

২০১৪ সালের লোকসভা  নির্বাচনে এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫,০৮,৪৮১ ভোট। সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী ডাঃ আব্দুল হাসনত পেয়েছিলেন ৪,৩৭,১৮৭ ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছিলেন ২,০০,৮৫৮ ভোট। কংগ্রেস প্রার্থী মহম্মদ কামারুজ্জামান কামার পেয়েছিলেন ৬৩,০৪৭ ভোট। নোটায় ভোট পড়েছিল ১০,৬৫৭। সেখানে নির্দল প্রার্থী অলোক সেন পেয়েছিলেন ৯৭৭ ভোট।

নজরে উনিশের ইতিহাস

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭,৯১,১২৭ ভোট। কড়া টক্কর হয়েছিল বিজেপির সঙ্গে। বিজেপি প্রার্থী নীলাঞ্জয় রায় পেয়েছিলেন    ৪,৭০,৫৩৩ ভোট। সেখানে সিপিআই(এম) প্রার্থী ফুয়াদ হালিম পেয়েছিলেন ৯৩,৯৪১ ভোট। কংগ্রেস প্রার্থী সৌম্য আইচ রায় পেয়েছিলেন ১৯,৮২৮ ভোট।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Abhishek Banerjee তৃণমূল কংগ্রেস Won 791127 56.15
Nilanjan Roy BJP Lost 470533 33.39
Dr Fuad Halim সিপিআইএমএলএন Lost 93941 6.67
Soumya Aich Roy কংগ্রেস Lost 19828 1.41
Nota NOTA Lost 16247 1.15
Subrata Bose আইএনডি Lost 5555 0.39
Md Goribulla Molla বিএসপি Lost 2911 0.21
Prabir Sarkar আইএনডি Lost 2744 0.19
Santosh Kumar এস এস Lost 2252 0.16
Swarnalata Sarkar BNARP Lost 2018 0.14
Ajay Ghosh এস ইউ সি আই সি Lost 1846 0.13
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?