Municipal Elections 2022: কংগ্রেস ঘাঁটিতেই হাত শিবিরকে ‘ফুটো নৌকো’ বলে কটাক্ষ অরূপের
Arup Biswas on Congress: বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করলে ভরাডুবি হবে বলেই দাবি অরূপের
দক্ষিণ ২৪ পরগনা: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচন। রাজ্যের সব পুরসভা তৃণমূলের ঝুলিতে থাকলেও জয়নগর-মজিলপুর এখনও কংগ্রেসদের দখলে। এ বার কংগ্রেস (Congress) ঘাঁটিতেই হাত শিবিরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Arup Biswas)। কংগ্রেসকে ‘ফুটো নৌকো’ বলে আক্রমণ করেন তিনি।
সভামঞ্চ থেকেই অরূপ বলেন, “কংগ্রেস হল ফুটো নৌকা। যে ওই নৌকায় চড়বে সেই ডুববে! বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হলে কংগ্রেসের সঙ্গে হাত মেলালে আসলে ভরাডুবি হবে। কোনও লাভই হবে না।” বস্তুত, জয়নগর-মজিলপুর পুরসভা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সমস্ত পুরসভাগুলি দখলে এলেও এই একটি পুরসভা এখনও তৃণমূলের হস্তগত হয়নি। নির্বাচনে এ বার এই পুরসভা দখলে উঠেপড়ে লেগেছেন তৃণমূলের ১০ বিধায়ক। জেলা পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন খোদ অরূপ।
পাশাপাশি, এদিনের সভা থেকে বিদায়ী কংগ্রেসের পুর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অরূপ বিশ্বাস। পুরসভায় ক্ষমতায় এলে দুর্নীতির তদন্ত হবে বলেও জানান তিনি। বিদায়ী পুরপ্রধান কংগ্রেসের সুজিত সরখেল বলেন, “দুর্নীতি হয়েছে কিনা, জয়নগর-মজিলপুরের মানুষ তা জানেন। ভোটে তাঁরা তার জবাব দিয়ে দেবেন।”
বস্তুত, ২০২৪-এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। ধীর পদক্ষেপে বিজেপি শাসিত রাজ্যগুলিতে খাতা খুলতে আগ্রহী তারা। ইতিমধ্যেই, ত্রিপুরার আমবাসায় জয়লাভ করেছে ঘাসফুল শিবির। গোয়ার নির্বাচনেও নজর রয়েছে তাদের। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্য়েই, দিল্লি দখলের লড়াইতে ক্রমেই ‘কাছাকাছি’ আসছে অ-বিজেপি শক্তিগুলি। বিজেপির বিরুদ্ধ জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কি না বা এমন কোনও জোট তৈরি হবে কি না তা নিয়েও রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন রয়েছে।
এদিকে, গোয়াতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বর্তমান যে ‘সম্পর্ক’ তাতে স্পষ্ট যে তৃণমূলের সঙ্গে জোট করতে রাজি হয়নি কংগ্রেস। ফলে কংগ্রেস গড়ে দাঁড়িয়ে অরূপের সুর চড়ানো যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। বৃহস্পতিবারই মালদাতে প্রচারে গিয়েও তৃণমূল জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন।
ফিরহাদের কথায়, “এক সময় ছোটবেলায় কংগ্রেস করতাম। বরকতদার নেতৃত্বে কংগ্রেস করেছি। তিনি ‘সিপিএমকে বঙ্গপোসাগরে ছুড়ে ফেলে দেওয়ার আওয়াজ’ তুলেছিলেন। বরকতদার সেই স্বপ্ন পূরণ করেছেন মমতাদি। কিন্তু সেই কংগ্রেস এখন সিপিএমের সঙ্গে জোট করছে।’’
আরও পড়ুন: Suvendu Adhikari on Arjun Singh: ‘অর্জুন সিং কাউকে ভয় পান না’, পুরভোটে ‘প্রত্যয়ী’ শুভেন্দু