Municipal Elections 2022: ১০৮ পুরসভার ভোট গণনা কবে? বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কমিশন

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 16, 2022 | 2:54 PM

Municipal Elections 2022: নির্বাচন কমিশন বিরোধীদের আগের দাবি মেনে স্ক্রুটিনির জন্য এক দিন সময় বাড়াল।

Municipal Elections 2022: ১০৮ পুরসভার ভোট গণনা কবে? বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কমিশন
রাজ্য নির্বাচন কমিশন, ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ২ মার্চ ১০৮ টি পুরসভার ভোটগণনা। বিজ্ঞপ্তিতে জানাল রাজ্য নির্বাচন কমিশন। স্ক্রুটিনির জন্য আরও এক দিন বরাদ্দ। ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ পুরসভার ভোট, তার গণনার দিন আগে ঘোষণা করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়ে দিল, ২ মার্চ ১০৮ পুরসভার ভোটগণনা হবে। এক্ষেত্রে যদি চার পুরসভার ভোটের কথা উল্লেখ করা যায়, তাহলে দেখা যাবে ১২ ফেব্রুয়ারির পর ১৪ ফেব্রুয়ারি, মাত্র এক দিন পরই গণনার দিন স্থির হয়েছিল। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, যে দিন ভোট হল, সেই রাতেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে স্ক্রুটিনি করা সম্ভব? কারণ যদি পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা থাকে, তাহলে সেটা একদিন পরই করতে হবে। কোথাও হয়তো পুনর্নির্বাচনের ভাবনা নেই, তাই কমিশন এই ধরনের পদক্ষেপ করেছে। এমনও অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিরোধীদের আগের দাবি মেনে স্ক্রুটিনির জন্য এক দিন সময় বাড়াল।

এদিকে, ১০৮ পুরসভায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায় কিনা, জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির দায়ের করা মামলায় নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। একই সঙ্গে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প ওই পুরএলাকায় বন্ধ রাখা যায় কিনা, তাও জানাতে হবে রাজ্যকে। আগামী সোমবার এই মামলার শুনানি। তার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা পুরভোটের পর যেরকম নির্দেশ এসেছিলে, ঠিক একই রকমভাবে চার পুরসভার ভোটে যা যা ঘটেছে, তার উল্লেখ করতে বলা হয়েছে। সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। মামলাকারীর আবেদন ছিল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যাবে, একই ব্যক্তি একাধিকবার বুথে ঢুকছেন, কোনও বুথে ভোটার সংখ্যার বেশি ভোট পড়েছে, এমনকি বুথে এস জন কিংবা দুজন ভোটার রয়েছেন, অথচ শতাংশের বিচারে ভোট পড়েছে ৭০ শতাংশ। এই সব বিষয়গুলি মামলাকারী এদিন আদালতের সামনে তুলে ধরেন। সেক্ষেত্রে ৪ পুরভোটের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: Kolkata Metro: রেক থেকে বের হচ্ছে ধোঁয়া, শোভাবাজারে ফের মেট্রো বিভ্রাট

আরও পড়ুন: Calcutta High Court: প্রয়াত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়েছেন! চার পুরভোটের পরিস্থিতি ব্যাখ্যা করে হাইকোর্টে উল্লেখ করল বিজেপি

Next Article