Punjab Election 2022 : ১৮ বছরের উপরে মহিলাদের প্রতি মাসে ১ হাজার টাকা, নির্বাচনের প্রাক্কালে ‘পঞ্জাব মডেল’ ঘোষণা কেজরীবালের
Arvind Kejriwal : নির্বাচনমুখী পঞ্জাবের জন্য 'পঞ্জাব মডেল' ঘোষণা করলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল। এই 'পঞ্জাব মডেল' - এ পঞ্জাবের জনগণের কাছে ১০ টি অঙ্গীকার করেছে আম আদমি পার্টি।
শিয়রেই পঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election) । নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। নির্বাচনে পঞ্চমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে পঞ্জাব ভূমি। এই আবহে বুধবার আম আদমি পার্টির (Aam Aadmi Party)জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) তাঁর পার্টির ‘পঞ্জাব মডেল’ (Punjab Model) প্রকাশ করলেন। পঞ্জাবে নির্বাচনী আবহাওয়ায় প্রথম থেকেই সক্রিয় দেখা গিয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিকে। এর আগে বেশ কয়েকবার পঞ্জাব সফর সেরে এসেছেন অরবিন্দও। আজ পঞ্জাবের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে প্রকাশ করলেন পঞ্জাব সম্বন্ধে তাঁদের অঙ্গীকার ও দৃষ্টিভঙ্গি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন যদি তাঁর দল পঞ্জাবে ক্ষমতায় আসে তবে তাঁরা ধর্মবিশ্বাসের মামলায় ন্যায়বিচার, যুবকদের চাকরি এবং দুর্নীতিমুক্ত সরকার নিশ্চিত করার জন্য কাজ করবে। তিনি জানিয়েছেন তাঁর এই ‘পঞ্জাব মডেল’ এ দশটি দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘পঞ্জাব মডেলে’ কোন কোন বিষয়ে জোর দিয়েছেন কেজরীবাল?
- পঞ্জাবের প্রত্যেক জনগণকে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে
- রাজ্যে কর্মসংস্থানের বিভিন্ন পথ তৈরি করবে আম আদমি পার্টির সরকার। এর ফলে যেসব যুবক-যুবতীরা কাজের খোঁজে কানাডা সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন তাঁরা চাকরি পেয়ে নিজেদের রাজ্যে ফিরে আসার কথা ভাববে
- পঞ্জাবে মাদক পাচার একটা বড় ইস্যু। ‘পঞ্জাব মডেলে’ সেই ইস্যুকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেছে, মাদক পাচারের আতঙ্ক নিয়ন্ত্রণ এবং দূরীকরণে কাজ করবে আপ (AAP)
- পঞ্জাবকে দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন
- রাজ্যে স্কুল ও হাসপাতালের পরিকাঠামোর মানোন্নয়নে নজর দেবে
- সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বাস্থ্যক্ষেত্রের বিষয়েও বিশেষ অঙ্গীকার করা হয়েছে। ১৬,০০০ টি স্থানীয় ক্লিনিক খোলা হবে
- কেজরীবালের বিশেষ ঘোষণা, ১৮ বছরের উপরে মেয়ে বা মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে
- পঞ্জাবে গত এক বছরে তিন কৃষি আইন নিয়ে কৃষকদের সমস্যা প্রবল হয়েছে। তাই সেই মর্মে কৃষকদের সব সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে
- ‘রেইড রাজ’ ও ‘দুর্নীতি’ দূর করা হবে এবং বাণিজ্য ও শিল্পের বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হবে
দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই সঙ্গেই পঞ্জাব বাসী খুব খুশি যে তাঁরা বদল আনতে পারবেন। মোহালিতে এক সাংবাদিক সম্মলনে কেজরীবাল বলেছেন, “১৯৬৬ সালে পঞ্জাব একটি পৃথক রাজ্য় হয়। তখন থেকে আজ অবধি কংগ্রেস ২৫ বছরের জন্য় এবং বাদল পরিবাক ১৯ বছরের জন্য এই রাজ্য শাসন করেছে। তাঁরা কিছুটা পার্টনারশিপে রাজ্য চালিয়েছে। যখন তাদের যে কারোর সরকার ক্ষমতায় আসত, তারা কেউ একে অপরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করত না।”এই রাজ্যকে লুঠ করার অভিযোগ তুলে বাদল পরিবার ও কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, “এইবার পঞ্জাবের জনগণ এই পার্টনারশিপ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং তাঁরা সাধারণ মানুষের, সাধারণ পাঞ্জাবির জন্য সরকারকে নিয়ে আসবে ক্ষমতায়। ” উল্লেখ্য, পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফল ঘোষণা হবে ১০ মার্চ।
আরও পড়ুন : Punjab Election 2022: পঞ্জাবে দ্রুত দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে, জানালেন অরবিন্দ কেজরীবাল