Punjab Assembly Election: ‘প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারেনি, রাজ্যকে কী ভাবে নিরাপদ রাখবে?’

Assembly Election 2022: ফিরোজপুরে প্রধানমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা বিভ্রাটের প্রসঙ্গ তুলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কর্ম দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ।

Punjab Assembly Election: 'প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারেনি, রাজ্যকে কী ভাবে নিরাপদ রাখবে?'
আজ তিন বিঘাতে অমিত শাহ ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 4:19 PM

লুধিয়ানা: হাতে আর মাত্র ৭ দিন, তারপরই ভোটাধিকার প্রয়োগ করবেন পঞ্জাবের নাগরিকরা (Punjab Assembly Election)। বিশ্বের যে কটি সীমিত সংখ্যক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, পঞ্জাব তার মধ্যে অন্যতম। তাই লোকসভা নির্বাচনের আগে পঞ্জাবের ক্ষমতা ধরে রাখায় কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। কংগ্রেস শাসিত পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। সম্প্রতি সরকারি অনুষ্ঠানে পঞ্জাব গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তা বিভ্রাটের ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করেছিল বিজেপি। বিজেপি যাবতীয় অভিযোগ খারিজ করেছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। এবার পঞ্জাব নিয়ে আরও একবার চন্নি পরিচালিত সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ফিরোজপুরে প্রধানমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা বিভ্রাটের প্রসঙ্গ তুলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কর্ম দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। লুধিয়ানার জনসভা থেকে অমিতের প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নিরাপত্তার বন্দোবস্ত করতে পারেন না সে কীভাবে রাজ্যকে নিরাপদ রাখবে? এবারও চন্নিকে দলের ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসেবে তুলে ধরে নির্বাচনে যাচ্ছে কংগ্রেস। তাই চন্নিকে শাহের এই ঝাঁঝালো আক্রমণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। “চন্নি সাহেব আরও একবার পঞ্জাবে সরকার গড়ার স্বপ্ন দেখছেন। তিনি এমন মুখ্যমন্ত্রী যে কিনা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বন্দোবস্ত সঠিকভাবে করতে পারেন না। এমন একজন কি রাজ্যকে নিরাপদে রাখতে পারবে?” বলেন অমিত শাহ।

পঞ্জাবে বরাবরই বিজেপির দুর্বল। এর আগে প্রকাশ সিং বাদলের শিরোমনি অকালি দলের সঙ্গে জোট বেঁধে রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে অকালি দল-বিজেপি জোট পরাজিত হয়েছিল। ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর, তাঁর প্রতিষ্ঠিত পঞ্জাব লোক কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশা এবারের নির্বাচনে বিজেপি জোট রাজ্যে ক্ষমতায় আসবে। মাদক পঞ্জাবে অন্যতম বড় ইস্যু। শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি জোট ক্ষমতায় এলে রাজ্যে নারকটিকস কন্ট্রোল ব্যুরোর ৪ টি কার্যালয় তৈরি করা হবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা