Punjab Assembly Election 2022 : সিধু না চন্নি? ৭২ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনার অবসান ঘটাতে পারে কংগ্রেস

Congress for Punjab Poll : রবিবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।

Punjab Assembly Election 2022 : সিধু না চন্নি? ৭২ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনার অবসান ঘটাতে পারে কংগ্রেস
ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 1:01 PM

চন্ডীগড় : এই মাসেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022) অনুষ্ঠিত হবে। তার আগে ৬ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রোববারই অবশেষে মুখ্যমন্ত্রীর মুখ বেছে নেবে কংগ্রেস হাই কমান্ড। পঞ্জাবের জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে চরণজিৎ সিং চন্নি না নভজ্যোৎ সিং সিধু! কে হবে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ।

পঞ্জাবে কংগ্রেসের মুখ ঘিরে অনেকদিন ধরেই জল্পনা চলছি। লড়াইটা যদিও সিধু বনাম চন্নি। তার আঁচ আমজনতা থেকে শুরু করে আমজনতা সকলেই টের পেয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, রবিবার এই ভোটমুখী রাজ্যে যাবেন রাহুল গান্ধী। তখনই এই বড় ঘোষণা করা হবে কংগ্রেসের তরফে। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি পঞ্জাব সফরে এসে রাহুল গান্ধী নিশ্চিত করেছিলেন যে এই বছর কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাহুল গান্ধী জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা কংগ্রেসের রীতিতে নেই। তা সত্ত্বেও এইবার দলীয় কর্মী ও সমর্থকদের দাবি মেনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস। তবে মনে করা হচ্ছে দলীয় কর্মীদের ভাবাবেগ অনুযায়ী সিধুর থেকে চন্নি অনেকটাই এগিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসার লড়াইয়ে। দলের কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছিলেন তিনি। তিনি সেই সফরে বলেছিলেন যে, যাকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নির্বাচন করা হোক না কেন অপরজন তাঁকে সমর্থন করবে। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি কংগ্রেসের নেতা এবং কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে। শক্তি অ্যাপের মাধ্যমে কংগ্রেসের নেতা এবং কর্মীদের থেকে মতামত নিচ্ছে কংগ্রেস। এই বিষয়ে আমজনতার মতামতও নিয়েছে দল। এই প্রসঙ্গে উল্লেখ্য, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল তাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ বাছতে একইভাবে আম জনতার মতমতের শরণাপন্ন হয়েছিলেন। একটি ফোন নম্বর চালু করে অরবিন্দ কেজরীবাল পঞ্জাবের জনগণকে তাঁদের প্রতিনিধি বেছে নিতে বলেছিলেন। জনগণরে ভোটে ভগবন্ত মানকে আপ তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে।

কিছু সপ্তাহ যাবৎ চন্নি এবং সিধু দু’জনেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চন্নি তালিকায় শীর্ষে রয়েছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি তফসিলি জাতির অন্তর্ভুক্ত। তাঁকে চামকৌর সাহিব এবং ভাদৌর, দুটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড় করানো হয়েছে। তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)কংগ্রেসের একটি ঐতিহ্যগত ভোটব্যাঙ্ক ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টি (BSP) এবং কিছু অন্যান্য ছোট গোষ্ঠীর উত্থানের পরে তাঁরা দল থেকে দূরে সরে যান। এইবার সেই পুরোনো ভোটব্যাঙ্ক ফিরে পেতে চন্নিকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস নির্বাচন করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন : Antilia Bomb Scare Update: ‘অ্যান্টিলিয়ার সামনে বিস্ফোরক রাখার ছক কষেছিল পরমবীরই’, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ানে নয়া মোড়