AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi in Rajasthan: ‘লাল ডায়েরিতে কালো কাজ, শূন্য পাবে কংগ্রেস’, গেহলট সরকারকে তীব্র আক্রমণ মোদীর

Modi in Rajasthan: রাজস্থানে সাম্প্রতিক সময়ে যে লাল ডায়েরি নিয়ে বিতর্ক হয়েছে, সেই প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। লাল ডায়েরিতে 'কালো কাজে'র হিসেব রয়েছে বলে দাবি করেন তিনি। চন্দ্রযান, জি২০ শীর্ষ সম্মেলন, নতুন সংসদ ভবনের পাশাপাশি, মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তৃতায়।

Modi in Rajasthan: 'লাল ডায়েরিতে কালো কাজ, শূন্য পাবে কংগ্রেস', গেহলট সরকারকে তীব্র আক্রমণ মোদীর
জয়পুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 5:56 PM
Share

জয়পুর: চলতি বছরের এপ্রিলে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর দিনে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রশংসার মধ্যে কটাক্ষ লুকিয়ে থাকলেও, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন তিনি। ভোট এগিয়ে আসতেই সেই বন্ধুত্বের পরিবেশ উধাও। সোমবার (২৫ সেপ্টেম্বর) জয়পুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে রাজস্থানের উন্নয়ন ৫ বছর পিছিয়ে দেওয়ার অভিযোগ করেছেন রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে। সরকার পরিচালনার ক্ষেত্রে কংগ্রেসকে ‘শূন্য’ দিয়েছেন তিনি। একই সঙ্গে এদিনের সভা থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনগুলিতে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে নারীশক্তি বন্দন অধিনিয়ম।

এদিন রাজস্থানে, ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প যাত্রার সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এই যাত্রার সমাপ্তি উপলক্ষ্যে এক বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের জনগণ কংগ্রেসের খারাপ শাসনের বিরুদ্ধে বিউগেল বাজিয়ে দিয়েছে। তারা যেভাবে এখানে সরকার চালিয়েছে, তাতে কংগ্রেসের শূন্য নম্বর পাওয়া উচিত। গেহলট সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজস্থানের জনগণ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, রাজস্থানে কংগ্রেস হেরে যাবে। রাজ্যবাসী বিজেপিকে ভোট দেবে।” রাজস্থানে সাম্প্রতিক সময়ে যে লাল ডায়েরি নিয়ে বিতর্ক হয়েছে, সেই প্রসঙ্গও টানেন প্রধানমন্ত্রী। লাল ডায়েরিতে ‘কালো কাজে’র হিসেব রয়েছে বলে দাবি করেন তিনি।

মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে বিপুল সংখ্যক মহিলা সমর্থক উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। গোটা সমাবেশকে ৪২টি ব্লকে ভাগ করা হয়েছিল। প্রতিটি ব্লকের নেতৃত্বে ছিলেন একজন করে মহিলা। খোলা জিপে করে সমাবেশস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। চন্দ্রযান, জি২০ শীর্ষ সম্মেলন, নতুন সংসদ ভবনের পাশাপাশি, মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তৃতায়। ভরা সভার উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী প্রশ্ন করেন, “মহিলা সংরক্ষণ বিল কে এনেছে?” উপস্থিত জনগণ সমস্বরে বলে ওঠে, ‘মোদী মোদী’। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনাদের উত্তর ভুল। আমি কিছুই করিনি। এই পরিবর্তন এনেছে আপনাদের একেকটি ভোট। কংগ্রেস ৩০ বছর আগে মহিলা সংরক্ষণ বিল এনেছিল। কিন্তু তা কখনই বাস্তবায়িত হয়নি, কারণ কংগ্রেস কখনও তা চায়নি। কংগ্রেস এবং অহঙ্কারী জোট মহিলাদের সংরক্ষণের বিরোধী। রাজস্থানের বোনেরা, এটা সবসময় মনে রাখবেন এবং সতর্ক থাকবেন।”

রাজস্থানের ২০০টি বিধানসভা কেন্দ্র জুড়েই চলেছে বিজেপির এই পরিবর্তন যাত্রা। রাজ্যে মোট চারটি যাত্রার সূচনা করা হয়েছিল। ২ সেপ্টেম্বর সোয়াই মাধোপুরের রণথম্বোর থেকে প্রথম যাত্রাটির সূচনা করেছিলেন দলের প্রধান জেপি নাড্ডা। ৩ সেপ্টেম্বর দুঙ্গারপুরের বেনেশ্বর ধাম থেকে দ্বিতীয় যাত্রাটির সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৪ সেপ্টেম্বর জয়সলমেরের রামদেবরা থেকে তৃতীয় যাত্রাটির সূচনা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ৫ সেপ্টেম্বর হনুমানগড়ের গোটামেডি থেকে চতুর্থ যাত্রা শুরু করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি।