Talangana CM Oath Taking Ceremony: তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ আজ, বাড়ি গিয়ে কাদের আমন্ত্রণ জানালেন রেবন্ত?
Revanth Reddy: মঙ্গলবারই কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল সাংবাদিক সম্মেলন করে জানান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর তাঁর শপথ গ্রহণ। এরপরই সমস্ত নেতাদের আমন্ত্রণ পাঠানো শুরু হয়।
হায়দরাবাদ: জল্পনা আগেই ছিল, ভোটের ফল প্রকাশ হতেই তা সত্যিও হল। তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসাবে কংগ্রেসের পছন্দ রেবন্ত রেড্ডিই (Revanth Reddy)। নির্বাচনের ফল ঘোষণার পরই জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত। আজ, বৃহস্পতিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ (CM Oath Taking Ceremony) করবেন রেবন্ত রেড্ডি। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি গোটা গান্ধী পরিবার। রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) হায়দরাবাদে যাচ্ছেন রেবন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন সনিয়া গান্ধীও (Sonia Gandhi)।
মঙ্গলবারই কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল সাংবাদিক সম্মেলন করে জানান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর তাঁর শপথ গ্রহণ। এরপরই সমস্ত নেতাদের আমন্ত্রণ পাঠানো শুরু হয়।
শপথ গ্রহণের আগের দিন, বুধবার দিল্লিতে আসেন রেবন্ত। সোজা হাজির হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে। তাঁর সঙ্গে সাক্ষাৎ সেরে দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর বাসভবনেও যান রেবন্ত। সেখানে সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। সনিয়ার বাসভবনে আসেন প্রিয়ঙ্কা গান্ধীও। সকলকে ব্যক্তিগতভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানান রেবন্ত।
শুধু কংগ্রেস নেতৃত্বদেরই নয়, জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের শরিকি দলগুলিকেও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও অবধি কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন। ভাইপোর বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হতে পারবেন না। তার বদলে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে বলেছেন।