AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election Result 2021: পুরভোটে ৬২ হাজারে জয় বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী-পুত্র ফৈয়াজের! বিজেপির ‘দাবি’, তিনিই মেয়র হোন

Kolkata Municipality Election Result: রেকর্ড গড়ে ফেলেছেন ৬৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী। তাঁর জয়ের মার্জিন ৬২ হাজার ৪৫ ভোট! যা ভবানীপুর উপনির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনের চেয়েও বেশি।

KMC Election Result 2021: পুরভোটে ৬২ হাজারে জয় বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী-পুত্র ফৈয়াজের! বিজেপির 'দাবি', তিনিই মেয়র হোন
৬৬ নম্বর ওয়ার্ডে রেকর্ড জয় তৃণমূলের। প্রতীকী চিত্র।
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 7:17 PM
Share

কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election 2021) এবার রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) তুলে এনেছিল বেশ কয়েকজন নবীন প্রার্থীকে। তাঁদের কেউ মন্ত্রী-পুত্র কেউ বা বাম নেতার তনয়া। জয়ও এনে দিয়েছেন তাঁরা। তবে কেউই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজের মতো এমন চোখ ধাঁধানো ইনিংস খেলেননি। পুরভোটে রেকর্ড গড়ে ফেলেছেন ৬৬ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী। তাঁর জয়ের মার্জিন ৬২ হাজার ৪৫ ভোট! যা ভবানীপুর উপনির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিনের চেয়েও বেশি।

ভবানীপুর উপনির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন প্রায় ৬০ হাজার ভোটে। নিজের রেকর্ডই ভেঙে দিয়েছিলেন তিনি। যদিও পুরভোটের ফলাফলে তা ছাপিয়ে গেলেন মন্ত্রী পুত্র ফৈয়াজ। আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি। প্রথম থেকে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা বিজেপি রাজ্য সভাপতির ব্যঙ্গ, মমতার চেয়েও জনপ্রিয় ফৈয়াজ। তাই তাঁকে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, নাহলে অন্তত কলকাতার মেয়র করা হোক।

প্রসঙ্গত, একুশের কলকাতা পুরভোটে যে ওয়ার্ডগুলিতে ভোট লুঠের অভিযোগ করেছিল বিরোধীরা, তার মধ্যে অন্যতম ৬৬ নম্বর ওয়ার্ড। সংখ্যালঘু অধ্যুষিত এই ওয়ার্ডে বোরখা পরে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। মঙ্গলবার ভোটের ফলাফল বেরতে দেখা গেল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে তৃণমূল প্রার্থী ফৈয়জ আহমেদ খান ৬২ হাজার ৪৫ ভোটে জয়ী হয়েছেন। পুরভোটে এই বিপুল ব্যবধানের জয়ে কার্যত বিস্মিত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশও। এদিন সাংবাদিক বৈঠকে যা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘ফৈয়াজ যখন এত জনপ্রিয়, তাঁকে মেয়র বা উপ-মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক।’

উল্লেখ্য গত ১৫ বছর ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাভেদ খান। এবার সেই ওয়ার্ডে ৬২ হাজারেরও বেশি ভোটে জিতে নজর কাড়লেন তাঁর পুত্র। যা নিয়ে বিজেপি বলছে, কলকাতা পুরভোটে আখেরে কোনও ভোট হয়নি। ভোটের মতো কিছু একটা হয়েছে। শুভেন্দু অধিকারীদের কটাক্ষ, ভোটের নামে প্রহসন হয়েছে। যদিও পুরভোটে ১৩৪ নটআউট তৃণমূল এই সব অভিযোগে গা দিতেই নারাজ। তাজদের সাফ জবাব, এটা গণতন্ত্রের জয়।

আরও পড়ুন: KMC Election Result 2021: ‘বিজয়ীদের আরও বিনয়ী হওয়া উচিৎ’, নেতাজি নগরের ঘটনায় মুখ খুললেন ফিরহাদ