UP Assembly Election 2022 : লড়বেন যোগী, ‘আসন হারানো’ গোরক্ষপুরের বিজেপি বিধায়ককে প্রস্তাব অখিলেশের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 18, 2022 | 12:33 AM

UP Election 2022 : গোরক্ষপুরের বর্তমান বিজেপি বিধায়ক রাধা মোহন আগরওয়ালকে সমাজবাদী পার্টির টিকিট দেওয়ার প্রস্তাব দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

UP Assembly Election 2022 : লড়বেন যোগী, আসন হারানো গোরক্ষপুরের বিজেপি বিধায়ককে প্রস্তাব অখিলেশের
অখিলেশ যাদব (ফাইল চিত্র)

Follow Us

লখনউ : আগামী মাসেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে গিয়েছে। তারপর সম্প্রতি বিজেপির তরফে কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত হয়েছে গোরক্ষপুর আসন থেকে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী লড়বেন। এরপরই সোমবার গোরক্ষপুরের বর্তমান বিজেপি বিধায়ক রাধা মোহন আগরওয়ালকে সমাজবাদী পার্টির টিকিট দেওয়ার প্রস্তাব দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “যদি আপনারা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তাঁর সঙ্গে কথা বলতে পারেন তাহলে টিকিটের ঘোষণা হবে এবং তিনিই টিকিট পাবেন।”

উল্লেখ্য, ২০০২ সাল থেকে গোরক্ষপুরের বিধায়ক পদে ছিলেন রাধা মোহন আগরওয়াল। সেই রাধা মোহনকে দলে টানতে অখিলেশ ২০১৭ সালে যোগীর শপথবাক্য পাঠের অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বলেন, ‘মুখ্যমন্ত্রীর (যোগী আদিত্যনাথ) শপথ অনুষ্ঠানের কথা মনে আছে আমার। অনুষ্ঠানে রাধা মোহন আগরওয়ালকে দেখেছিলাম আমি। তিনি বসার জন্য একটিও আসন খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। বিজেপির সরকার থাকাকালীন তাঁকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে।’

এদিকে বিজেপি অনেক বিধায়ককেই এবার টিকিট দেয়নি উত্তরপ্রদেশে। যেই শতাধিক আসনে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে ২০ শতাংশ আসনে বর্তমান বিধায়ককে টিকিট দেয়নি বিজেপি। এই আবহে স্বভাবতই বিজেপির অন্দরে বিদ্রোহের আঁচ আরও গনগনে হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য অখিলেশের স্পষ্ট বক্তব্য, ‘আমরা তো আর সবাইকে টিকিট দিতে পারি না। বিজেপি নিজেদের মতো নিজেদের টিকিট বিলি করতেই পারে। তবে সমাজবাদী পার্টিতে এখনও আর কাউকে নেওয়া সম্ভব নয়।’

সম্প্রতি অখিলেশের ভাতৃবধূ অপর্ণা যাদব বিস্তের বিজেপিতে যোগদান নিয়ে চরম জল্পনা শুরুর হয়েছে। এর আগে ২০১৭ সালে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ ক্যান্টমেন্ট থেকে লড়াই করা অপর্ণা সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে গিয়ে দেখাও করেছেন। এই প্রসঙ্গে সমাজবাদী পার্টি প্রধানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যতটা না চিন্তিত বিজেপি আমার পরিবার নিয়ে তার থেকে বেশি চিন্তিত।’ এরপর প্রশ্নকর্তা সাংবাদিককে বিঁধে অখিলেশ পাল্টা প্রশ্ন করেন, ‘আপনিও বিজেপি থেকে অনুপ্রাণিত হয়ে প্রশ্ন করছেন?’

এদিকে চন্দ্রশেখর রাবণের ভীম আর্মির সঙ্গে সমাজবাদী পার্টির জোটের সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, ‘আমি আগেই বলেছি যে সমাজবাদী পার্টি জোটে থাকা সবাইকে সম্মান দিয়েছে এবং জোটকে পোক্ত করার জন্য আত্মত্যাগও করেছে। এই সময়ে যা কিছু ত্যাগ স্বীকার করতে হবে, তা তো করতেই হবে। আর সেই ত্যাগ স্বীকার করছেন সমাজবাদীরা। যতদূর চন্দ্রশেখরের (রাবণ) বিষয়ে বলতে পারি, আমি তাঁকে আসন দিয়েছিলাম। তিনি যদি ভাই হিসাবে সাহায্য করতে চান তবে তিনি তা করতে পারেন।’ এরপর অখিলেশ আরও বলেন, ‘চন্দ্রশেখর প্রথমে দুটি আসন গ্রহণ করেছিলেন, কিন্তু পরে তিনি বলেছিলেন যে তাঁর সংগঠন এতে একমত হতে পারেনি। এমতাবস্থায় সমাজবাদী পার্টিকে কেন দোষারোপ করা হবে? তাই বলছি মানুষ ষড়যন্ত্র করছে। ভবিষ্যতেও এমন ষড়যন্ত্র করা হবে।’

আরও পড়ুন : Republic Day Tableau : বাংলার পর এইবার তামিলনাড়ু, ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

Next Article