AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh Assembly Election :‘দু’জন মুখ্যমন্ত্রী, তিনজন ডেপুটি’, উত্তরপ্রদেশের ভোটবাক্সে দাঁত ফোটাতে নয়া সমীকরণ ওয়াইসির

Asaduddin Owaisi : উত্তরপ্রদেশের জন্য দু’জন মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাখলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। শনিবার উত্তরপ্রদেশে গিয়ে সেরাজ্যর আসন্ন নির্বাচনের জন্য ভারত মুক্তি মোর্চার সঙ্গে জোট গড়ার ঘোষণা করেন ওয়াইসি।

Uttar Pradesh Assembly Election :‘দু’জন মুখ্যমন্ত্রী, তিনজন ডেপুটি’, উত্তরপ্রদেশের ভোটবাক্সে দাঁত ফোটাতে নয়া সমীকরণ ওয়াইসির
আসাদউদ্দিন ওয়াইসি (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 11:38 PM
Share

লখনউ : উত্তরপ্রদেশের জন্য দু’জন মুখ্যমন্ত্রীর প্রস্তাব রাখলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। শনিবার উত্তরপ্রদেশে গিয়ে সেরাজ্যর আসন্ন নির্বাচনের জন্য ভারত মুক্তি মোর্চার সঙ্গে জোট গড়ার ঘোষণা করেন ওয়াইসি। জোটের ঘোষণা করে সাংবাদিকদের কাছে এআইএমআইএম প্রধান দাবি করেন, তাঁদের জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাঁদের সরকারে দু’জন মুখ্যমন্ত্রী হবেন।

এদিন সাংবাদিকদের আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘যদি আমাদের জোট উত্তরপ্রদেশে সরকার গড়ে, তাহলে আমরা দু’জনকে মুখ্যমন্ত্রী করব। একজন মুখ্যমন্ত্রী হবেন ওবিসি সম্প্রদায় থেকে, অপরজন হবেন দলিত সম্প্রদায় থেকে। তাছাড়া আমরা তিনজন উপ-মুখ্যমন্ত্রী রাখব। তাদের একজন মুসলিম হবেন।’এদিকে জোট প্রসঙ্গে ভারত মুক্তি মোর্চার প্রধান বাবু সিং কুশওয়াহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ’আমরা দীর্ঘদিন ধরেই দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করে এসেছি।’ বাবু সিং কুশওয়াহা বলেন, আরও অনেক দল এখন আমাদের সঙ্গে আসতে চায়। একইসঙ্গে তিনি আরও দাবি করেন, এই জোট গঠনের পর এখন আর এসপি-বিজেপির মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে না। তাঁর বক্তব্য, ‘এখন লড়াই হবে বিজেপি ও আমাদের ফ্রন্টের মধ্যে।’

ওয়াইসি এর আগে ওপি রাজভারের দল শুভ সমাজবাদী পার্টির সাথে জোট গড়ার ঘোষণা করেছিলেন। পরে অবশ্য রাজভার ওয়াইসির সঙ্গ ছেড়ে অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়ার ঘোষণা করেন। এর জেরে উত্তরপ্রদেশের ভোট মযদানে একা হযে পড়েছিলেন ওয়াইসি। এই আবহে উত্তরপ্রদেশে খাতা খুলতে জোটসঙ্গীর খোঁজে ছিলেন ওয়াইসি। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ওয়াইসির দল ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। ইতিমধ্যেই বহু আসনে ওয়াইসির দলের তরফে প্রার্থীও ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে মুসলিম ভোটব্যাঙ্ককে আকৃষ্ট করার চেষ্টাতে রয়েছেন ওয়াইসি। ওয়াইসি তাঁর অনেক সমাবেশেই মুসলিম ভোটারদের একত্রিত হয়ে তাঁদের সরকারে আনার আবেদন করেছেন। এর আগে বিহারেও একই সমীকরণে ভোটে লড়েছিলেন ওয়াইসি। সেখানে পাঁচটি আসনে জয়লাভ করেছিল এমআইএম।

তবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু ভোটের উপর ওয়াইসির এই নজর দেওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছে না অখিলেশ যাদবের দল। উল্লেখ্য, উত্তরপ্রদেশে যাদব-মুসলিম ফর্মুলাতে ভোটে লড়ে সমাজবাদী পার্টি। সমাজবাদীর অভিযোগ, মুসলিম ভোটে ভাগ বসিয়ে আদতে উত্তরপ্রদেশে বিজেপিকেই সুবিধা পাইয়ে দিতে চাইছেন আসাদউদ্দিন ওয়াইসি। তবে উত্তরপ্রদেশের আগে বাংলা ও বিহারেও ওয়াইসির বিরুদ্ধে এই একই অভিযোগ উঠেছিল। সেখানেও মুসলিমদের ভোটে ভাগ বসিয়ে গেরুয়া শিবিরকে লাভ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি বিরোধী দলগুলি। এই আবহে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি ওয়াইসির কাছে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী ভোট বিভক্ত না করার আবেদন জানিয়েছেন। তিনি ওয়াইসিকে বলেন যে যেখানে তাঁর দলের জয় নিশ্চিত হবে সেখানেই যেন ওয়াইসি প্রার্থী দেন।

আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election :‘ভয়’কে কাজে লাগিয়ে পুরোনো অঙ্কে শান, পশ্চিম উত্তর প্রদেশে অখিলেশকে মাত দেওয়ার ছক শাহের