AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Election : ছেলের জন্য় মায়ের আত্মত্যাগ, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সাংসদ পদ ছাড়ার প্রস্তাব রীতা যোশীর

UP Elections 2022 : ছেলের জন্য সাংসদ পদ ছাড়তে রাজি। এরকমই জানালেন বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশী।

UP Assembly Election : ছেলের জন্য় মায়ের আত্মত্যাগ, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সাংসদ পদ ছাড়ার প্রস্তাব রীতা যোশীর
বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশী (ফাইল চিত্র)
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 4:25 PM
Share

লখনউ : ছেলের জন্য সাংসদ পদ ছাড়তে রাজি। এরকমই জানালেন বিজেপি সাংসদ রীতা বহুগুণা যোশী। রীতা যোশী বহুগুণা উত্তর প্রদেশের এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ। তিনি মঙ্গলবার জানিয়েছেন, আসন্ন তিনি সাংসদ ছেড়ে দিতে পারেন যদি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর ছেলে মায়াঙ্ককে দল টিকিট দেয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, যোশী বলেছেন, “২০০৯ সাল থেকে ও (মায়াঙ্ক যোশী) কাজ করছে এবং ও লখনউ ক্য়ান্টনমেন্ট থেকে টিকিটের জন্য় আবেদনও করেছে। কিন্তু দল যদি সিদ্ধান্ত নিয়ে থাকে পরিবারের যেকোনও একজনই টিকিট পেতে পারবে তাহলে আমি আমার বর্তমান লোকসভা সভা আসন থেকে পদত্যাগ করব এবং তার জন্য় যদি মায়াঙ্ককে বিজেপি টিকিট দেয়।”

প্রাক্তন কংগ্রেস নেত্রী ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি আজ জানিয়েছেন, তিনি উক্ত আবেদন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, “যদিও আমি বিজেপির জন্য় কাজ করেই যাব। দল আমার আবেদন গ্রহণ বা খারিজ করতেই পারে। আমি অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলাম যে আমি কোনও নির্বাচনে লড়ব না।” লখনউ ক্যান্টনমেন্ট আসনটি উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভার মধ্যে একটি। নাম থেকেই ধারণা করা যায় এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের রাজধানীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসন থেকে বর্তমানে বিধায়ক আছেন বিজেপির সুরেশ চন্দ্র তিওয়ারি। যোশী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হন সুরেশ চন্দ্র তিওয়ারি।

লখনউ ক্যান্টনমেন্ট বিধানসভা আসন থেকে রীতা বহুগুণা যোশী কংগ্রেসের টিকিটে ২০১২ সালের নির্বাচনে জিতেছিলেন। পরে ২০১৭ সালে বিজেপির টিকিটে জেতেন। বিজেপি ইতিমধ্যে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০৩ টির মধ্যে ১০৭ টি  আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্য়ে ১০৫ টি প্রার্থী ১১৩ টি বিধানসভা কেন্দ্রের যেখানে ১০ ও ১৪ ফেব্রুয়ারি প্রথম দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই দফার নির্বাচনে যেসব প্রার্থীরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে আছেন নয়ডার বর্তমান বিধায়ক পঙ্কজ সিং (প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ছেলে), সন্দীপ সিং (প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের নাতি) এবং মৃগাঙ্ক সিং (দলের আইন নিয়ামক হুকুম সিংয়ের মেয়ে)। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোনও বর্তমান বিজেপি সাংসদকে দলের তরফে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হবে না। এবং একই পরিবারে অন্য বা একাধিক সদস্যকে টিকিট দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। এই আবহে পুত্রের জন্য় যোশীর নিজের সাংসদ পদ ত্যাগের আর্জি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রসঙ্গত, উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।

আরও পড়ুন : Bhagwant Mann: রাজনীতিকদের নিয়ে মজা করতে করতেই ‘কমেডিয়ান’ হয়ে উঠলেন জন প্রতিনিধি, কে এই ভগবন্ত মান?