UP Polls 2022: ‘রাজ্যবাসীদের অপমান করছেন কেন?’, অর্থমন্ত্রীর ‘ইউপি টাইপ’ মন্তব্যে আক্রমণ প্রিয়ঙ্কার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 02, 2022 | 1:58 PM

UP Polls 2022: মঙ্গলবারই বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর আক্রমণের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, "ইউপি টাইপে"র জবাবই দেওয়া হয়েছে।

UP Polls 2022: রাজ্যবাসীদের অপমান করছেন কেন?, অর্থমন্ত্রীর ইউপি টাইপ মন্তব্যে আক্রমণ প্রিয়ঙ্কার
প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রীর মন্তব্য ঘিরে এবার শুরু হল বিতর্ক। মঙ্গলবারই বাজেট (Budget 2022) পেশের পর বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বাজেটকে অন্তঃসার শূন্য় বলে দাবি করেন। এরপরই সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর আক্রমণের জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তার সঙ্গেই সুর মিলিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)  বলেছিলেন, “ইউপি টাইপে”র জবাবই দেওয়া হয়েছে। এরপরই সমালোচনায় সরব হলেন প্রিয়ঙ্কা গান্ধী।

বিতর্কের সূত্রপাত:

বাজেট পেশের পরই কংগ্রেসের তরফে একের পর এক আক্রমণ আসতে শুরু করে। রাহুল গান্ধী টুইট করে লেখেন, “শূন্য সমষ্টি বাজেট মোদী সরকারের! বেতনভোগী শ্রেণি, মধ্যবিত্ত, দরিদ্র ও বঞ্চিত, যুবক, কৃষক, এমএসএমই ক্ষেত্রের জন্য কিছুই নেই এই বাজেটে।”

কংগ্রেস নেতা শশী থারুর থেকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, সকলেই এই বাজেটের সমালোচনা করেন। এই বিষয়ে বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অর্থ প্রতিমন্ত্রী  পঙ্কজ চৌধুরীকে জবাব দিতে বলেন। অর্থ প্রতিমন্ত্রী রাহুল গান্ধীর সমালোচনার জবাবে বলেন, “আপনারা বলছেন যে রাহুল গান্ধী বাজেট বুঝতেই পারেননি, তা একেবারেই সত্যি। নির্মলা সীতারামনজী এরপরে উত্তর দেবেন, তবে আমার এতটুকুই বলার যে এই বাজেট সমস্ত শ্রেণির জন্যই লাভদায়ক হবে এবং আগামী কিছু সময়ের মধ্যেই তা প্রমাণিতও হবে।”

এরপরই অর্থমন্ত্রী হেসে বলেন, “আমার মনে হচ্ছে উনি টিপিক্যাল ইউপি টাইপের উত্তর দিয়েছেন, যা ওই সাংসদের পক্ষে যথাযথ যিনি নিজেই উত্তর প্রদেশে ছেড়ে পালিয়ে যান।”

পাল্টা জবাব প্রিয়ঙ্কার:

সামনেই উত্তর প্রদেশ নির্বাচন। সেখানে কংগ্রেসের যাবতীয় দায়িত্ব সামাল দিচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী নিজেই। তাই দাদাকে আক্রমণ করাকেও নির্বাচনের ইস্য়ু বানিয়ে নেন তিনি। প্রিয়ঙ্কা গান্ধী টুইটে ক্ষোভ উগরে বলেন, “আপনি বাজেটে উত্তর প্রদেশের জন্য কিচ্ছু রাখেননি। তবে উত্তর প্রদেশের মানুষদের এইভাবে অপমান করার কী দরকার? একটা কথা বুঝুন, উত্তর প্রদেশের মানুষেরা ইউপি টাইপ নিয়ে গর্বিত। আমরা আমাদের ভাষা, বলার ধরন, সংস্কৃতি ও ইতিহাস নিয়ে গর্বিত।”

প্রিয়ঙ্কার পাশাপাশি উত্তর প্রদেশ কংগ্রেসের তরফেও টুইট করে বলা হয়, “আমরা, উত্তর প্রদেশের মানুষেরা ইউপি টাইপ হওয়া নিয়ে গর্বিত।” হ্যাশট্যাগ “ইউপি মেরা অভিমান” বলেও টুইটারে তারা ট্রেন্ড শুরু করেন।

আগামী সপ্তাহ থেকেই উত্তর প্রদেশে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। সাত দফায় নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১০ মার্চ। গত বছরও সাত দফাতেই নির্বাচন হয়েছিল উত্তর প্রদেশে। ৪০৩ আসনের ওই নির্বাচনে ৩১২টি আসনে ই জয়ী হয়েছু বিজেপি ও তার জোটসঙ্গী দলগুলি।

Next Article