UP Polls: ৮২৩ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে, ১০ দিনের ব্যবধানে আবার বারাণসীতে মোদী
PM Modi: যেই বারাণসী তাঁকে ফেরায়নি, দেশের অন্যকাজের পাশাপাশি সেই কেন্দ্রের ওপর বাড়তি দায়িত্ব থেকেই যায়। তাই বারাণসীকে নিজের সাধ্যমত দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই নবনির্মিত কাশী-বিশ্বনাথ করিডরের উদ্বোধন হয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরেই।
বারাণসী: ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র দেশের জনপ্রিয় তীর্থক্ষেত্র হিসেবেই পরিচিত ছিল উত্তর প্রদেশের বারাণসী। ২০১৪ সালের পর তীর্থক্ষেত্রের পাশাপাশি আরও একটি পরিচিয় জুটেছে বারাণসীর। উত্তর প্রদেশের এই তীর্থ শহরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র। এই কেন্দ্র থেকেই সাংসদ নির্বাচিত হয়েই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে পুণরাবৃত্তি। সেই বারাণসী থেকেই জয়ী হয়েই দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করেছেন নমো।
যেই বারাণসী তাঁকে ফেরায়নি, দেশের অন্যকাজের পাশাপাশি সেই কেন্দ্রের ওপর বাড়তি দায়িত্ব থেকেই যায়। তাই বারাণসীকে নিজের সাধ্যমত দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই নবনির্মিত কাশী-বিশ্বনাথ করিডরের উদ্বোধন হয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরেই। ১০ দিনের ব্যবধানে আরও একবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর নিজের এই উত্তর প্রদেশের সফরে, বারাণসী-জৌনপুর সীমান্তের কার্খিয়াও এলাকাতে ৮২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩ টি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।
একে প্রধানমন্ত্রী আসবেন তার মধ্যে এতগুলি প্রকল্পের শেষ মূহুর্তের কাজ খতিয়ে দেখার দায়িত্বের মাঝেই স্থানীয় ডিভিশনাল কমিশনার দীপক অগরওয়াল বলেন, “উক্ত দিনে ১৩ টি প্রকল্পের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাস্তা চওড়া করার দুটি প্রকল্পের শিলান্যাসও হবে।” আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে বারবার দেশের বৃহত্তম রাজ্যে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদীর মুখে এই অভূতপূর্ব উন্নয়নের জন্য ‘ডবল ইঞ্জিন সরকার’- এর তত্ত্বও অনেকবারই শোনা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে উত্তর প্রদেশের উন্নয়নে তিনি ও রাজ্যের বিজেপি সরকার যে কোনও খামতি রাখেনি, বিধানসভা নির্বাচনের একের প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে রাজ্যের ভোটারদের সেই কথাই মনে করিয়ে দিতে চাইছেন নমো।
প্রসঙ্গত, সোমবার কাশী বিশ্বনাথ করিডরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে কাশীর মন্দির গঙ্গা থেকে দেখা যেত না। শুধু মন্দিরের চূড়া উপর থেকে উঁকি মারত। কিন্তু এখন গঙ্গা থেকে সোজা দেখা যাবে কাশীর মন্দির। ঢেলে সাজানো হয়েছে কাশী বিশ্বনাথ ধামকে। আর কাশীর এই নতুন রূপের মেগা উদ্বোধনে জাঁক-জমকের কোনও খামতি ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের প্রথম ভাগের উদ্বোধন হয়েছিল। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রাখলে এই কাশী বিশ্বনাথ করিডর নিঃসন্দেহে যোগীর বিজেপি সরকারকে ভোট ময়দানে অনেকটা এগিয়ে রাখবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লষকদের একাংশ।