PM Modi on Cow: ‘গরুকে আমরা মা হিসেবে শ্রদ্ধা করি’, যোগী রাজ্যে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

Narendra Modi: বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র বারণসীতে নতুন প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ৮৭০ কোটি টাকা ব্যয়ে মোদীর উদ্বোধন ও শিলান্যাস করা ২২ টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অথবা দ্রুত কাজ শেষ হবে।

PM Modi on Cow: 'গরুকে আমরা মা হিসেবে শ্রদ্ধা করি', যোগী রাজ্যে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
ছবি: এএনআই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 5:44 PM

বারাণসী: আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দেশের সব থেকে বড় রাজ্যে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ৪০৩ আসনের বিধানসভা দখলে নিজেদের মতো করে রণকৌশল তৈরি করছে রাজনৈতিক দলগুলি। কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে যোগী চলতি মাসেই উত্তর প্রদেশে নিজের বারাণসী লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ১০ দিন সেই বারাণসীতে সশরীরে উপস্থিত হয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন মোদী। অনুষ্ঠান স্থল থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলেন. “কেউ কেউ গরু নিয়ে কথাবার্তা বলাকে অপরাধ বলে মনে করেন, কিন্তু আমরা গরুকে মা হিসেবে শ্রদ্ধা করি।”

বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র বারণসীতে নতুন প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ৮৭০ কোটি টাকা ব্যয়ে মোদীর উদ্বোধন ও শিলান্যাস করা ২২ টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অথবা দ্রুত কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “দেশের দুগ্ধ ক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। গরু ও গোবর্ধন প্রকল্প নিয়ে কথা বলাকে অনেকেই অপরাধ বলে মনে করেন, কিন্তু আমাদের কাছে গরু মায়ের সমান। গরু ও মহিষ নিয়ে অনেকেই মজা করেন, কিন্তু তারা ভুলে যান দেশের ৮ কোটি পরিবার গরু ও মহিষ প্রতিপালনের মাধ্যমেই রোজগার করেন।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের দুগ্ধ উৎপাদন বিগত ৬-৭ বছরের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোদী আরও জানিয়েছেন, বিশ্বের মোট দুগ্ধ উৎপাদনের ২২ শতাংশ ভারতের অবদান।

ভোটমুখী উত্তর প্রদেশে দুগ্ধ শিল্পের ওপরও বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, উত্তর প্রদেশ দুগ্ধ উৎপাদনে শুধুমাত্র দেশে প্রথম নয়, এখানে দুগ্ধ শিল্পের দ্রুত বিস্তার ঘটেছে। তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কৃষকদের অবস্থার বদল করে দুগ্ধ ও পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পারবে। ছোট কৃষকরা পশুপালন থেকে অতিরিক্ত রোজগার করতেও পারবেন। দেশে উৎপাদিত দুগ্ধজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যপক চাহিদা রয়েছে।”

এদিনের অনুষ্ঠান থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনও করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জির জন্মবার্ষিকী। তার স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে কৃষক দিবস।” অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন Harish Rawat’s React on Tweet: ‘সময় এলেই জবাব পাবেন…’, নির্বাচনের মুখেই কি গান্ধী পরিবারের ‘হাত’ ছাড়বেন রাওয়াত? জল্পনা তু্ঙ্গে

আরও পড়ুন Akhilesh Yadav’s Family COVID Positive: নির্বাচনের মুখেই করোনার হানা অখিলেশের পরিবারে, ফোন করলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও