লখনউ : ভোটমুখী উত্তর প্রদেশে নিজের নিজের ঘুঁটি সাজাতে ব্যস্ত সব শিবির। শুরু হয়ে গিয়েছে তপ্ত বাক্য বিনিময়। বাড়ছে রাজনীতির পারদ। আর এরই মধ্যে যোগী রাজ্যের মহিলা ভোটারদের কংগ্রেসের দিকে টানতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী। আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে জিতিয়ে আনার বড় দায়িত্ব রয়েছে তাঁর উপরেই। তাই এবার মহিলাদের জন্য বিশেষ ইস্তাহার প্রকাশ করলেন প্রিয়ঙ্কা। দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি।
আজ লখনউতে এক সাংবাদিক বৈঠকে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “মহিলাদের ক্ষমতায়ন একমাত্র তখনই সম্ভব, যখন মহিলারা সম্মান পাবেন এবং যখন তাঁরা সমান অধিকার পাবেন। কংগ্রেস মহিলাদের যথাযথ সম্মান এবং সমান অধিকার দিতে বদ্ধ পরিকর।”
প্রিয়ঙ্কা ইস্তাহারের কিছুটা অংশ তুলে ধরে বলেন, “আমার উত্তর প্রদেশের প্রত্যেক মেয়ের কাছে শিক্ষা পৌঁছে দেব। তাঁদের হাতে স্মার্টফোন তুলে দেব। শিক্ষার প্রয়োজনে ইলেক্ট্রিক স্কুটিও দেওয়া হবে মেয়েদের। উত্তর প্রদেশের মেয়েদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবে কংগ্রেস। কংগ্রেস তাঁদের কাচে শিক্ষার আলো পৌঁছে দেবে।”
উত্তর প্রদেশের রাজনীতির ইতিহাস বলছে, বছরের পর বছর ধরে জাত-পাতের উপর ভিত্তি করে সেখানে ভোট হয়ে আসছে। এবারও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দল নিজের নিজের ঘুঁটি সেভাবেই সাজাতে শুরু করেছে। কিন্তু এই সবের থেকে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে এবার প্রিয়ঙ্কা গান্ধী জোর দিয়েছেন মহিলা ভোটারদের দিকে। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, মোট বিধানসভা আসনের ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ আসার পর থেকে সে রাজ্যে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে বিজেপির। সুতরাং, উত্তর প্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ নয় সোনিয়া – রাহুল – প্রিয়ঙ্কাদের জন্য। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রিয়ঙ্কাকে সামনে রেখেই লড়বে কংগ্রেস। তবে তিনিই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। আর এরই মধ্যে উত্তর প্রদেশের মহিলা ভোটারদের আরও কাছে টানতে উদ্যোগী হলেন প্রিয়ঙ্কা গান্ধী। সেই থেকেই ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।
সম্প্রতি কংগ্রেসের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে এনেছিলেন প্রিয়ঙ্কা। বলেছিলেন, “তিনি (ইন্দিরা গান্ধী) জানতেন, তিনি খুন হতে পারেন। কিন্তু তার জন্য কোনওদিন নিজের মাথা নত করেননি। আপনারা তাঁর উপর যে বিশ্বাস রেখেছিলেন, সেই আস্থার থেকে বড় আর কিছুই ছিল না তাঁর কাছে।” ইন্দিরা স্তুতির পরেই প্রিয়ঙ্কা নিজেকে ইন্দিরার উত্তরসূরি হিসেবে তুলে ধরে বলেছিলেন, “তাঁর (ইন্দিরা গান্ধীর শিক্ষা পেয়েছি বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমিও কোনওদিন আপনাদের বিশ্বাস ভাঙব না।”
আরও পড়ুন : Mumbai Fire: নবী মুম্বইয়ের গুদামে আগুন লেগে পুড়ে ছাই ৪০টি BMW