Mumbai Fire: নবী মুম্বইয়ের গুদামে আগুন লেগে পুড়ে ছাই ৪০টি BMW
Mumbai Fire: গাড়ির এই শো-রুমে শুধুমাত্র বিএমডব্লিউর সার্ভিস করা হত না, বরং ল্যাম্বোর্গিনি, পোর্শে, রোলস রয়্যালসের মতো দামি গাড়িগুলিরও সার্ভিসিং করা হত সেখানে। বেশকিছু ছোট গাড়িরও এখানে সার্ভিসিং করা হত।
মুম্বই: মুম্বইয়ের একটি গুদামে আগুন লেগে ৪০টি বিএমডব্লিউ (BMW) গাড়ি পুড়ে যাওয়ার খবর সামনে এসেছে। এই আগুন লেগেছে নবী মুম্বইয়ের তুর্ভে এলাকায়। তুর্ভের MIDC-তে সকাল সাড়ে পাঁচটায় লাগা এই আগুন দুপুর একটা নাগাদ নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে পার্কিংয়ে রাখা ৪০ থেকে ৪৫টি বিএমডব্লিউ পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু বুধবার ফায়ার ব্রিগেডের আধিকারীক আর বি পাটিল জানিয়েছেন আগুন লাগার ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।
বিএমডব্লিউ গাড়ির শো-রুমে লাগা এই আগুনের খবর পেতেই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু আগুন এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণে আনতে ছয় থেকে সাত ঘন্টা লেগে যায়। প্রায় দশটি ফায়ার ইঞ্জিনের সাহায্যে কোনওমতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার মধ্যেই সেখানে রাখা বিএমডব্লিউ-র দামি গাড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়।
যেখানে শো-রুম সেখানেই ছিল গোদাম, তাই এত লোকসান
ফায়ার ব্রিগেড আধিকারীক আর বি পাটিল বলেন, আগুন মঙ্গলবার সকালে লেগেছিল কিন্তু আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এমআইডিসির পরিসরের যে জায়গায় আগুন লেগেছে, সেখানে গাড়ির শো-রুমের পাশাপাশি ওয়ার্কশপ আর গুদামও ছিল। এই কারণেই সেখানে এত গাড়ি একসঙ্গে মজুত ছিল। এতগুলো গাড়ি একসঙ্গে পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার লোকসান হয়েছে।
A fire broke out at the #BMW Car Workshop at Turbhe MIDC, #navimumbai, in which more than 20 BMW vehicles were gutted. @Navimumpolice #fireBMW #car pic.twitter.com/j4wOhkdEY6
— Journalist Siraj Noorani (@sirajnoorani) December 8, 2021
আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার ব্রিগেডের দল আর পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে যথেষ্ট লোকসান হয়ে গিয়েছিল। আগুন নেভাতে প্রায় ৬-৭ ঘন্টা লাগে, যা থেকে অনুমান করা যেতে পারে যে আগুন কতটা ভয়ংকর ছিল। গাড়ির এই শো-রুমে শুধুমাত্র বিএমডব্লিউর সার্ভিস করা হত না, বরং ল্যাম্বোর্গিনি, পোর্শে, রোলস রয়্যালসের মতো দামি গাড়িগুলিরও সার্ভিসিং করা হত সেখানে। বেশকিছু ছোট গাড়িরও এখানে সার্ভিসিং করা হত। গাড়ির ডিলারও এক কথা স্পষ্ট করে দিয়েছেন যে অনেকগুলি গাড়ি পুড়ে গেলেও স্বস্তির কথা হল কারও আহত হওয়ার কিংবা হতাহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি।