নয়া দিল্লি: অপেক্ষার আর একদিন। তারপরই উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। এদিকে, বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পরই ভোট চুরির অভিযোগ জানিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ভোটপর্বের শেষ দফায় বারাণসীর একাধিক কেন্দ্রে ইভিএমে কারচুপি করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার তাঁর এই দাবির কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। সপা প্রধানের দাবির জবাবে তিনি বলেন, “১০ মার্চ যখন ভোট গণনা শুরু হবে, তখন উনি বলবেন ইভিএম বেওয়াফা।”
মঙ্গলবারই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, শাসক দল বিজেপি ভোটচুরি করার চেষ্টা করেছে। বারাণসীতে ইভিএম মেশিন বোঝাই তিনটি ট্রাক যখন যাচ্ছিল, তখন মাঝপথে আটকে দেওয়া হয় এবং একটি ট্রাকে রাখা ইভিএম মেশিনগুলি নিয়ে টানাপোড়েন করা হয়েছে। বাকি দুটি ট্রাক কোনওমতে পালিয়ে আসে।
অখিলেশের এই দাবির জবাবেই মঙ্গলবার অনুরাগ ঠাকুর বলেন, “১০ মার্চ অখিলেশ যাদব বলবেন ইভিএমও বিশ্বাসঘাতক। এটা সেই একই সমাজবাদী পার্টি, যাদের পাশে খুব সামান্যই উত্তর প্রদেশের রয়েছেন”। বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি পরাজিত হবে, এই দাবি করে তিনি আরও জানান যে, সমাজবাদী পার্টি গুণ্ডা, দাঙ্গাবাজ ও জঙ্গিদের সমর্থন করে। রাজ্যের সাধারণ মানুষ এই দলের চরিত্র কীরকম, তা বুঝে গিয়েছেন, তাই সপার হার নিশ্চিত।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ এক নতুন দিশা পেয়েছে। আগে যে মুসলিম-যাদব ফ্যাক্টর ছিল, তা দূর হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আর এই নতুন ফ্যাক্টর বিজেপির সপক্ষে রয়েছে। এই এমওয়াই ফ্যাক্টর হল মোদী ও যোগী। এমওয়াই-র অর্থ হল মোদীর যোজনা। সাধারণ মানুষের মনে জায়গা পেয়েছে এই প্রকল্পগুলি, তাই ১০ মার্চ নির্বাচনের ফলেও তার প্রভাব পড়বে।”