Yogi Aditynath on UP Polls: ‘লড়াই এবার ৯০ বনাম ১০ শতাংশের’, নতুন কোন সমীকরণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

Uttar Pradesh Assembly Election 2022: তাঁর সরকার যে অপরাধ ও অপরাধীদের জন্য 'শূন্য সহনশীল নীতি' অনুসরণ করে, সে কথা আরও একবার মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির শাসনে এই রাজ্যে একইসঙ্গে বুলডোজার ও উন্নয়নর গাড়ি এগোবে।"

Yogi Aditynath on UP Polls: 'লড়াই এবার ৯০ বনাম ১০ শতাংশের', নতুন কোন সমীকরণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
যোগী আদিত্য়নাথ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 8:27 AM

লখনউ: আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। ইতিমধ্যেই মনোনয়ন পত্র (nomination) জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath), শুরু করেছেন বাড়ি বাড়ি প্রচারও। শনিবারও  বিপুল ভোটে জয়লাভ করার আত্মবিশ্বাসী সুর শোনা গেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলেন, “গতবার নির্বাচনে ৮০ শতাংশ বনাম ২০ শতাংশ ভোট ছিল। এবারের প্রতিদ্বন্দ্বিতা ৯০ শতাংশ বনাম ১০ শতাংশের। যেখানে ৯০ শতাংশই বিজেপির সমর্থনে জনমত থাকবে।”

তাঁর সরকার যে অপরাধ ও অপরাধীদের জন্য ‘শূন্য সহনশীল নীতি’ অনুসরণ করে, সে কথা আরও একবার মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির শাসনে এই রাজ্যে একইসঙ্গে বুলডোজার ও উন্নয়নর গাড়ি এগোবে। আমার বিশ্বাস, উত্তর প্রদেশের মানুষেরা শক্তিশালী ডবল ইঞ্জিনের সরকারই বেছে নেবে, শিরদাঁড়াহীন সমাজবাদী পার্টির বদলে, যারা মাফিয়াদের পিছনে আশ্রয় নেয়।”

তাঁর ৯০ বনাম ১০ শতাংশের তত্ত্ব তুলে ধরে যোগী আদিত্য়নাথ বলেন, “উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ হওয়ার আগেই লড়াইটা ৯০ শতাংশ বনাম ১০ শতাংশে পরিণত হয়েছে, যা আগে ৮০ শতাংশ বনাম ২০ শতাংশ ছিল।”

শনিবার শামলি জেলায় প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী কেবল বাড়ি বাড়ি গিয়েই প্রচার সারেননি, একইসঙ্গে তিনি জেলা হাসপাতালেও যান এবং সেখানে করোনা মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখেন। পরে একটি জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারে থাকা সমাজবাদী পার্টিকেই আক্রমণ করেন। তিনি বলেন, “আগের সরকারের উন্নয়ন কেবল শশ্মানের প্রাচীর অবধিই সীমাবদ্ধ ছিল। সপার উচিত ওখানে গিয়েই ভোট চাওয়া।”

সমাজবাদী পার্টির সঙ্গে বিজেপির তুলনা করে তিনি বলেন, “আজ উত্তর প্রদেশে কোনও বোমা বিস্ফোরণ হয় না। বরং শিবের বম বম ধ্বনির মধ্যে গিয়ে কানওয়ার যাত্রা হয়। সমাজবাদী পার্টির ইস্তেহারে কখনওই পরিকাঠামো উন্নয়ন যেমন বিমানবন্দর, এক্সপ্রেসওয়ে তৈরি, কৃষকদের যথাযথ সম্মান দেওয়ার কথা ছিল না। যখনই তারা ক্ষমতায় এসেছে, তারা কেবল অপরাধীদের আশ্রয় দিয়েছে।”

মুজাফ্ফরনগরের দাঙ্গার কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন এই দাঙ্গাকারীরাই নিজেদের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজেদের প্রাণের জন্য ভিক্ষা চেয়ে বেড়ান।”

শামলি থেকে থানা ভবন বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টি ও আরএলডি-র জোটকে কটাক্ষ করে বলেন, ” ওই দুই ছোড়ার জুটির নতুন কিছু দেওয়ার সুযোগ নেই। যারা খরা প্রবণ এলাকায় বাস করতেন, তখন হ্যান্ড পাম্পগুলিও শুকিয়ে গিয়েছিল।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা