লখনউ : আগামী মাসেই উত্তর প্রদেশে নির্বাচন আসন্ন। দেশের বৃহত্তম রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। নির্বাচনের প্রাক্কালে চলছে রাজনৈতিক দর কষাকষি এবং একে অপরকে রাজনৈতিক আক্রমণ। উত্তর প্রদেশের লড়াইয়ের ময়দানে ফরওয়ার্ডে খেলতে দেখা যাচ্ছে বিজেপি (BJP), সমাজবাদী পার্টি (Samajbadi Party) ও কংগ্রেসকে। এখন তাই আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলা চলছে রাজনৈতির দলগুলির মধ্যে। এই আবহেই উত্তর প্রদেশের আইন মন্ত্রী ব্রজেশ পাঠক আজ জানিয়েছেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অপরাধীদের টিকিট দিয়েছে।
আইন মন্ত্রী বলেছেন, সপা দাঙ্গা, খুন এবং ধর্ষণ মামলায় অভিযুক্তদের টিকিট দিয়েছে। এই বিষয়টি উত্তর প্রদেশের জনগণের কাছে উদ্বেগের কারণ। পাঠক অবাক হয়েছেন ভেবে যে এই ধরনের অপরাধীদের টিকিট দেওয়া পূর্ববর্তী সরকার রাজ্যের কী দশা করতে পারত। সম্প্রতি সমাজবাদী পার্টি (এসপি) তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে যাদের মধ্যে কারাবন্দী সাংসদ আজম খানের নাম ছিল। তাঁর ছেলে, আবদুল্লাহ আজম খান, যিনি ২৩ মাস জেল খেটে বর্তমানে জামিনে ছা়ড়া পেয়েছেন। তিনিও রয়েছেন প্রার্থী তালিকায়। যদিও আজম খান, যিনি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে সীতাপুর জেলে বন্দি, তিনি তাঁর ঐতিহ্যবাহী রামপুর আসন থেকে প্রার্থী হবেন। তাঁর ছেলে সুয়ার তান্ডা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যান্য মূল প্রতিযোগীদের মধ্যে, সপা মইনপুরি জেলার কারহাল থেকে অখিলেশের নাম এবং কাইরানা থেকে নাহিদ হাসানের নাম ঘোষণা করেছে। কঠোর গ্যাংস্টার আইনে অভিযুক্ত হয়ে হাসানও বর্তমানে জেলে রয়েছে। তাঁর জামিন সম্প্রতি খারিজ করে দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আইনমন্ত্রী পাঠক জানিয়েছেন, “এটা উদ্বেগের বিষয়। আজ ইউপি দিবস এবং এই উপলক্ষে সপার প্রকাশিত তালিকা (প্রার্থীদের) খুবই বেদনাদায়ক। দাঙ্গা, খুন, ডাকাতি, ধর্ষণের অভিযোগে গ্যাংস্টার অ্যাক্ট, এনএসএ-এর অধীনে মামলা দায়ের হওয়া ব্যক্তিদের টিকিট দেওয়া হয়েছে। তারা ইউপি নিয়ে কী করতে চায়? তিনি রাজ্যের জনগণকে ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন। তিনি ১০ মার্চ সাত-পর্যায়ের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে, “বিজেপি ৩০০ টিরও বেশি আসন পাবে।” প্রসঙ্গত, উত্তর প্রদেশে সাত দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় মিরানপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।
আরও পড়ুন : Manipur Assembly Election 2022 : আফস্পা প্রত্যাহারের প্রতিশ্রুতি! নাগা রেষ টেনে মণিপুর জয়ের ছক এনডিএ শরিকের